বিজ্ঞাপন

পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেফতার হাবিবুরের বাড়ি ঝালকাঠি

February 10, 2023 | 2:20 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঝালকাঠি: বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে গ্রেফতার হাফেজ হাবিবুর রহমান (২২) ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি কালি আন্দার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বরিশালের নথুল্লাবাদের হোসাইনিয়া মাদরাসা থেকে হাফেজি পাস করেন হাবিবুর। সেখানে লেখাপড়ার সঙ্গে পাশের একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন তিনি। তার বাবা কালি আন্দারের একটি মসজিদের ইমাম। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৫ মার্চ মাদরাসাটি থেকে নিখোঁজ হন হাবিবুর। তবে ওই পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেফতাদের ২০ জনের মধ্যে সাতজনের বাড়ি বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলায় বলে নিশ্চিত করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতার হাবিবুরের বাবা বলেন, ‘আমার ছেলে ছোটবেলা থেকে আমার সঙ্গে বরিশালে থেকে লেখাপড়া করেছে। সে নথুল্লাাবাদের মাদরাসাটি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। পরে তাকে হাসপাতাল, জেলখানাসহ বিভিন্ন স্থানে খুঁজেও পাইনি। তাই তার আশা ছেড়ে দিয়েছি। এ ঘটনায় থানায় জিডি না করলেও পুলিশ ও র‌্যাব সদস্যরা বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন। সে আটক হয়েছে কি না, আমার জানা নেই।’

বিজ্ঞাপন

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউপি সদস্য (মেম্বর) মো. জলিল খান বলেন, ‘হাবিবুর রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলনের আগে বরিশালের মাদরাসা থেকে নিখোঁজ হয়েছিল বলে শুনেছি।’

জেলার পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ‘র‌্যাব থেকে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে কালি আন্দার গ্রামের হাবিবুর রহমানই আটক হয়েছেন বলে ধারণা করছি। তিনি দীর্ঘদিন ধরে নিখোঁজ।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন