বিজ্ঞাপন

হঠাৎ অন্ধকারে ঢেকে গেল মিরপুর স্টেডিয়াম

February 10, 2023 | 7:28 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হঠাৎ-ই তৈরি হলো ভিন্ন রকম এক পরিস্থিতি। নবম বিপিএলের ৪২তম ম্যাচে খুলনা টাইগার্সের তরুণ পেসার শফিকুল ইসলাম বল হাতে দৌড় শুরু করেছেন। ওদিকে ফরচুন বরিশালের হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে নামা মাহমুদউল্লাহ ব্যাট হাতে প্রস্তুত। এমন সময় হঠাৎ-ই নিভে গেল স্টেডিয়ামের সকল আলো!

বিজ্ঞাপন

দিনের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ওভারেই মাঠ, গ্যালারি, মিডিয়া বক্স, ভিআইপি বক্সসহ পুরো স্টেডিয়ামে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। দর্শকদের মধ্যে তৈরি হয় চাঞ্চল্য। মাঠে থাকা ক্রিকেটাররা যেন বুঝে উঠতে পারছিলেন না কী করবেন। মাঠের মাঝ বরাবর জড়ো হয়ে অপেক্ষা করতে থাকেন দুই দলের ক্রিকেটাররাই। গ্যালারিতে মোবাইলের আলো জ্বালিয়ে ধরেন কয়েক হাজার দর্শক। মিরপুর স্টেডিয়ামে এমন পরিস্থিতি থাকল অনেকক্ষণ।

পরে অল্প অল্প করে আলো জ্বলে উঠতে শুরু করল। ফ্ল্যাড লাইট জ্বলতে সময় লাগে বেশ কয়েক মিনিট। ক্রিকেটাররা ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন। সব আলো জ্বলে উঠার পর ক্রিকেটাররা আবারও মাঠে ফিরে পূনরায় খেলা শুরু করতে লেগে গেল মোট ১১ মিনিট।

এভাবে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১১ মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে খেলা।

বিজ্ঞাপন

স্টেডিয়ামে পুরোপুরি অন্ধকার নেমে আসার ঘটনা নতুন নয়।  ২০০৯ সালে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে এভাবে স্টেডিয়ামের সব আলো বন্ধ হয়ে গিয়েছিল। ২০১৬ সালে এশিয়া কাপের ফাইনালেও মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘটেছিল এমন ঘটনা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পুরোপুরি আলো বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে কয়েকবার।

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন