বিজ্ঞাপন

বইমেলায় ‘দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.)’

February 11, 2023 | 9:03 pm

ফিচার ডেস্ক

রাসুল (সা.)-এর ব্যবসায়িক জীবনের অজানা বিভিন্ন ইতিহাসসহ ব্যবসা-বাণিজ্য ও ক্যারিয়ারের সফল হতে তার কর্ম, আদর্শ ও দিক-নির্দেশনার বিবরণ নিয়ে একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মিরাজ রহমান রচিত নতুন বই ‘দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.)’। এটি মূলত ব্যবসাবাণিজ্য ও ক্যারিয়ারে সফল হওয়ার গাইডলাইনধর্মী একটি বই।

বিজ্ঞাপন

বইটির মূল বৈশিষ্ট্য হলো- বর্তমানকালের সফল মানুষরা আত্ম-উন্নয়ন ও ব্যবসা-উন্নয়নের জন্য যেসব গুণ-অভ্যাস ও ব্যবস্থাপনা-কৌশল অনুসরণ করার কথা বলেন; সেসব গুণ-অভ্যাস ও ব্যবস্থাপনা-কৌশলকে মহানবি (সা.)-এর জীবনদর্শনের আলোকে ব্যাখ্যা করা হয়েছে।

৩৬০ পৃষ্ঠার হার্ডকভারের রুচিশীল বাধাই ও মানসম্মত মুদ্রণে বইটির প্রকাশ করছে সুলতানস। নান্দনিক প্রচ্ছদ করেছেন আবুল ফাতাহ মুন্না। ৫টি অধ্যায়ে বিন্যস্ত করা হয়েছে বইটি। এবারের একুশে গ্রন্থমেলায় প্রজন্ম পাবলিকেশনের ৮নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারি.কমসহ বিভিন্ন অনলাইন প্লার্টফর্মেও বইটি পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন