বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকায় রুমানাদের হার

May 4, 2018 | 8:42 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ আর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ নারী দল এখন দক্ষিণ আফ্রিকায়। সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা জিতেছে ১০৬ রানের বড় ব্যবধানে। ফলে, ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নিল প্রোটিয়ারা।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে ৯০ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। সেঞ্চুরি করেছিলেন রুমানা আহমেদ, ফারজানা হক। দুজনে মিলে অবিচ্ছিন্ন থেকে তৃতীয় উইকেট জুটিতে তুলেছিলেন ২৬৬ রান। আর বল হাতে ৫ রানের বিনিময়ে ৮ উইকেট নিয়েছিলেন স্পিনার ফাহিমা খাতুন।

পোচেফস্ট্রুমের সেনওয়াস পার্কে আত্মবিশ্বাস নিয়েই প্রথম ওয়ানডে ম্যাচে নেমেছিল রুমানা আহমেদের দল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৭০ রান। জবাবে, ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৬৪ রান।

বিজ্ঞাপন

প্রোটিয়া ওপেনার লিজেল লি ৬৪ বলে ৫৪ রান করেন। রান আউট হওয়ার আগে ট্রাইওন করেন ইনিংস সর্বোচ্চ ৬৫ রান। অধিনায়ক ভ্যান নেইকার্ক করেন ৪৪ রান। বাংলাদেশের জাহানারা আলম, নাহিদা আখতার এবং ফাহিমা খাতুন দুটি করে উইকেট পান। একটি করে উইকেট তুলে নেন সালমা খাতুন, রুমানা আহমেদ। পান্না ঘোষ কোনো উইকেট পাননি।

২৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে অভিষিক্ত ওপেনার মুর্শিদা খাতুন (১) দ্রুত বিদায় নেন। আরেক ওপেনার সানজিদা ইসলাম করেন ৩৫ রান। তিন নম্বরে নামা ফারজানা হক স্রোতের বিপরীতে অপরাজিত ৬৯ রান করেন। ক্যারিয়ার সেরা ইনিংস সাজাতে ১৪৬ বল মোকাবেলা করে ফারজানা ৫টি বাউন্ডারির দেখা পান। এছাড়া রুমানা আহমেদ ৩, নিগার সুলতানা ৬, শারমিন সুলতানা ০, ফাহিমা খাতুন ০, সালমা খাতুন ২, জাহানারা আলম ৬, নাহিদা আখতার ০ রানে সাজঘরে ফেরেন। শেষ ব্যাটার পান্না ঘোষ ক্যারিয়ার সেরা ২৩ রান করেন ২৭ বলে চারটি চার হাঁকিয়ে। দলীয় ১১২ রানে ৯ উইকেট হারানোর পর শেষ উইকেটে পান্না-ফারজানা যোগ করেন ৫২ রান।

বিজ্ঞাপন

প্রোটিয়া দলপতি নেইকার্ক ১০ ওভারে ২৩ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। ১০ ওভারে ২১ রানের বিনিময়ে একটি উইকেট নেন রাইসবি। ট্রাইওন ৫ ওভারে ১৪ রান দিয়ে পান দুটি উইকেট। ডু পেরেজ আর মারিজান্নে ক্যাপ একটি করে উইকেট নেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন