বিজ্ঞাপন

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

February 13, 2023 | 3:29 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর মিরপুরে যৌতুক না পেয়ে স্ত্রী হত্যা মামলায় স্বামী শাহীনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম বিষয়টি জানান।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ মে যৌতুক না দেওয়ায় স্ত্রী রিভাকে হত্যা করে শাহীন। এ ঘটনায় ভুক্তভোগী মা সহিদা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ডিবি পুলিশের পরিদর্শক এম এ রাহী আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০২১ সালের ৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন আদালত মোট ২২ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/ইআ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন