বিজ্ঞাপন

বিপিএলে আবারও শিরোপা জিতল কুমিল্লা

February 16, 2023 | 10:12 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

শিরোপা নির্ধারনি ম্যাচে ১৭৫ রানের জবাব দিতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দুর্দান্ত শুরু এনে দেন ওপেনার লিটন দাস। লিটন ফেরার পর মাঝের ওভারগুলোতে কুমিল্লাকে অবশ্য চেপে ধরেছিল মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। তবে ‘জীবন পাওয়া’ জনসন চার্লস শেষ দিকে ব্যাটে ঝড় তুললেন। যাতে বিপিএলের ফাইনালে দাপুটে এক জয় পেয়েছে কুমিল্লা।

বিজ্ঞাপন

নবম বিপিএলের ফাইনালে ৭ উইকেটের দাপুরে জয়ে শিরোপা জিতে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ নিয়ে চতুর্থবার বিপিএল শিরোপা জিতল ফ্র্যাঞ্চাইজিটি। যা কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ বার শিরোপা জেতার রেকর্ড। টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছিল কুমিল্লা। সেই দলটিই তারপর টানা ১২ ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করল।

অপর দিকে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে দাপুটে ক্রিকেট খেলা সিলেট স্ট্রাইকার্সের শিরোপার স্বাদ পাওয়া হলো না। শিরোপা নির্ধারনি ম্যাচে ব্যাটিংটাই ডুবিয়েছে সিলেটকে। শুরুতে এবং শেষে টপাটপ উইকেট পড়ে ১৭৫ রানেই আটকে যায় সিলেট। মিরপুরে এবারের পিচে কুমিল্লার মতো শক্ত দলের বিপক্ষে এই টার্গেট যে যথেষ্ট নয় সেটা পরে টের পেল সিলেট।

অবশ্য একটা সময় ম্যাচে ফিরেছিল সিলেট। চার নম্বরে নামা জনসন চার্লস শুরুতে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। প্রথম ৩০ বলে ৩৩ রান তোলেন ক্যারিবিয়ান ব্যাটার। লিটন কুমার দাস ফেরার পর চাপ বাড়ে কুমিল্লার। এর আগে ফিরতে পারতেন চার্লসও। কিন্তু ক্যারিবিয়ান তারকার সহজ ক্যাচ ছেড়েছেন রুবেল হোসেন। পরে সেই রুবেলের এক ওভার থেকেই ২৩ রান তুলে নিয়ে ম্যাচ কুমিল্লার পক্ষে নিয়ে এসেছেন চার্লস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭৫ রানের জবাবে সুনীল নারিনকে নিয়ে ওপেনিং করতে নেমেছিলেন লিটন দাস। নারিন ঝড় বড় হয়নি। ৫ বলে ১০ রান করে ফিরেছেন দলীয় ২৭ রানের মাথায়। তিনে নেমে অধিনায়ক ইমরুল কায়েস ৩ বলে ২ রান করে ফিরেছেন। চারে নেমে জনসন চার্লস সিলেটের স্পিনারদের ঠিকভাবে খেলতে পারছিলেন না। তবে অপর দিকে লিটন চালিয়েই গেছেন।

৩৯ বলে ৭টি চার ১টি ছয়ে ৫৫ রান করে লিটন ফিরেছেন দলীয় ১০৪ রানের মাথায়। লিটন ফেরার পর আক্রমণের পথ বেছে নিয়ে সফল হয়েছেন জনসন চার্লস। পাঁচে নেমে মঈন আলীও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন। এর আগে চার্লস ১০ বলে ৮ রানে জীবন পান। জর্জ লিন্ডের বলে চার্লসের সহজ ক্যাচ ছেড়েছেন রুবেল হোসেন।

শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৭৬ রান তোলে কুমিল্লা। চার্লস ৫২ বলে ৭৯ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। তার ইনিংসে চারের মার ৭টি, ছক্কা ৫টি। মঈন আলী ১৭ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে সিলেটের ইনিংসটি গড়েছে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে। আগে ব্যাটিং করতে নেমে একদমই ভালো শুরু পায়নি সিলেট। বিপিএলের লিগ পর্বে নিয়মিত টপ অর্ডারে ঝড় তুলেছেন সিলেটের দুই তরুণ নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। কিন্তু বড় ম্যাচে সফল হতে পারেনি সিলেটের ওপেনিং জুটি। কোয়ালিফায়ারের মতো ফাইনালেও ব্যর্থ সিলেটের ওপেনিং জুটি।

২ বল খেলেই ফিরে জান সিলেটের তরুণ ওপেনার তৌহিদ হৃদয়। দ্রুত উইকেট পরে যাওয়ার কারণে তিনে নামেন মাশরাফি বিন মুর্তজা। পাওয়ার প্লে কাজে লাগাতে গত ম্যাচেও তিনে নেমে কার্যকারী একটা ঝড়ো ইনিংস খেলেছিলেন সিলেটের অধিনায়ক। তবে মাশরাফি আজ সফল হতে পারেননি। আন্দ্রে রাসেলের স্লোয়ারে ফিরেছেন ৪ বলে ১ রান করে।

পরপর দুই উইকেট হারিয়ে সিলেট তখন বেশ চাপে। ওপেনার নাজমুল হোসেন শান্তর সঙ্গে তারপর হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। প্রথমে উইকেট ধরে রেখে এগিয়েছেন, সেট হওয়ার পর রানের গতি বাড়িয়েছে দুজনই। তৃতীয় উইকেটে ৫৬ বলে ৭৯ রান তোলেন মুশফিক-শান্ত। সিলেটের ইনিংসের মেরুদণ্ড এই জুটি।

বিজ্ঞাপন

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএলের এক আসরে পাঁচশর বেশি রান করার কৃর্তি গড়ে দলীয় ১০৫ রানের মাথায় ফেরেন নাজমুল হোসেন শান্ত। ৪৫ বল খেলে ৯টি চার ১টি ছয়ের সাহায্যে ৬৪ রান করে মঈন আলীর বলে সরাসরি বোল্ড হয়ে যান শান্ত। তাতেই সিলেটের ইনিংসের গতি কমে যায়।

মুশফিকুর রহিম একপ্রান্ত ধরে রাখলেন শেষ পর্যন্ত। তবে শান্ত ফেরার পর অপর প্রান্তে সিলেটের হয়ে দাঁড়াতে পারেননি আর কেউই।  মোস্তাফিজুর রহমান, মঈন আলীদের বিপক্ষে অপরপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সিলেট। অবশ্য মুশফিকুর রহিম এই চাপের মধ্যেই শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করে গেছেন।

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানে থেমেছে সিলেট। মুশফিকুর রহিম শেষ পর্যন্ত ৪৮ বল খেলে ৭৪ রানে অপরাজিত ছিলেন। অভিজ্ঞ ক্রিকেটারের ইনিংসে চারের মার ৫টি, ছক্কা ৩টি। কুমিল্লার হয়ে ৩১ রানে দুই উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন