বিজ্ঞাপন

অন্য দলগুলোর চেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেখানে আলাদা

February 17, 2023 | 1:17 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

২০১৫ সাল থেকে শুরু করে এ নিয়ে ছয়বার বিপিএল খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে দলটি! যেখানে বিপিএলের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি দুই বারের বেশি শিরোপা জিততে পারেনি। কুমিল্লার এমন সাফল্যের রহস্য কি? কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল জানালেন, কুমিল্লা চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু ভেবে টুর্নামেন্ট খেলতে নামে না। দল গোছানো থেকে শুরু করে সব কিছু তারা সেভাবেই করে থাকেন।

বিজ্ঞাপন

কাল নবম বিপিএলের ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন সাফল্যের রহস্য নাফিসা কামাল ব্যাখ্যা করলেন এভাবে, ‘একটা উদাহরণ দেই, বিদেশি খেলোয়াড় আনার কথা যদি বলি, শুধু টাকা থাকলেই যে বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে, তা নয়। আমরা বিদেশি খেলোয়াড়দের কাছ থেকে অনেক সাড়া পাই। তারা বিপিএলে আসতে চায়। অন্য দলের তুলনায় অনেক আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমি অক্টোবর মাসে খেলোয়াড় সাইন করেছি, এটা অন্য দলগুলো হয়তো ভাবতেও পারবে না। আমরা অনেক লম্বা চিন্তা করি এবং আমাদের নেটওয়ার্ক এখন অনেক শক্ত।’

তিনি যোগ করেন, ‘গত অক্টোবরে আমি প্লে-অফের জন্য সুনীল নারিন, আন্দ্রে রাসেলকে সাইন করেছি। মানে আমরা ধরেই নিয়েছি আমরা প্লে-অফ খেলছি, সে হিসেবেই সাইন করেছি। অন্য দল হয়তো এটা ভাবতেও পারবে না।’

কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস ও কোচ সালাউদ্দিনকেও কৃতিত্ব দিলেন নাফিসা কামাল, ‘আমি একা নই। কোচ, অধিনায়ক দুজনই আমাদের সঙ্গে ২০১৫ সাল থেকে আছেন। সুনীল নারাইনও ২০১৫ সাল থেকে আছে। শুধু দেশি-বিদেশি খেলোয়াড় নয়; কোচিং স্টাফ, টিম স্টাফ সবাই অনেক দিন থেকে এক সঙ্গে আছে। এটা ব্যতিক্রম। টিম ব্র্যান্ডিং, বিপিএলে আমাদের উপস্থিতি অনেক শক্ত।’

বিজ্ঞাপন

কুমিল্লার মালিক বলেছেন আমাদের একটাই লক্ষ্য ছিল যে কাপ জিতবো, ‘এবার দেখুন ধারাবাহিকভাবে সব দল বিদেশি খেলোয়াড় নিয়ে সংগ্রাম করছে। বিদেশি খেলোয়াড়েরা প্রতিদিন আসা-যাওয়া করেছে। কিন্তু আমরা প্রথম থেকে জানি কোন সময় আমাদের কোন খেলোয়াড় আসবে, যাবে। সে জন্য আমাদের চিন্তাটা অন্য দিকে যায়নি। খেলার মধ্যেই ছিল। আমাদের অ্যাজেন্ডা একটাই ছিল, কাপ জিততে হবে।’

চতুর্থ বিপিএল শিরোপা জেতার দিনই আগামী বিপিএলের জন্য খেলোয়াড়দের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছেন বলেও জানালেন তিনি, ‘আজকেই যেমন আমি আগামীবারের জন্য দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি। এসব বিষয়ই আমাদের এগিয়ে রাখে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন