বিজ্ঞাপন

বিপিএলে বোলিংয়ের শীর্ষে কুমিল্লার তানভীর

February 17, 2023 | 7:56 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

নবম বিপিএলের ডামাডোল শেষ হলো গতকাল। স্থানীয় ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এবারের বিপিএলেটা মনে থাকবে আলাদাভাবে। ব্যাটিংয়ে সর্বোচ্চ সাত রান সংগ্রাহকই বাংলাদেশি ক্রিকেটার। বোলিংয়েও দেশিদের দাপট। সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে সবার উপরে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ স্পিনার তানভীর ইসলাম। সেরা পাঁচের চারজনই দেশি বোলার।

বিজ্ঞাপন

বিপিএলের লিগ পর্বে পাকিস্তানি তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান প্রসংশায় ভাসিয়েছিলেন তানভীর ইসলামকে। বলেন তরুণ এই স্পিনার এখনই জাতীয় দলে খেলার জন্য তৈরি। তানভীর পুরো বিপিএলজুড়েই দুর্দান্ত বোলিং করেছেন।

যখন প্রতিপক্ষের রান আটকানোর দরকার পরেছে এবং উইকেট তুলে নেওয়ার দরকার পরেছে তখন তানভীরকে ডেকেছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। তানভীর পুরো টুর্নামেন্ট জুড়েই এই দাবি মিটিয়েছেন দুর্দান্তভাবে। ১২ ম্যাচে নিয়েছেন সর্বোচ্চ ১৭ উইকেট। ১৭.৫৮ গড়ে তানভীর ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৩৬ করে।

দুই নম্বরে আছেন কোয়ালিফায়ার থেকে ছিটকে পড়া রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ। ১৪ তিনিও নিয়েছেন ১৭ উইকেট। ২৪.৮২ গড়ে ওভারপ্রতি ৭.৮৯ রান দিয়েছেন জাতীয় দলের তরুণ এই পেসার।

বিজ্ঞাপন

তিন নম্বরে আছেন ঢাকা ডমিনেটরসের অধিনায়ক নাসির হোসেন। ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন জাতীয় দলে এক সময়কার অবিচ্ছেদ্য অংশ নাসির। ১৪.০৬ গড়ে ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৮১ করে।

চার নম্বরে আছেন রংপুর রাইডার্সের আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই। ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি। ১৮.৩৩ গড়ে ওভারপ্রতি রান খরচ করেছেন ৭.১৭ করে। পাঁচ নম্বরে আছেন সিলেট স্ট্রাইকার্সের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন রুবেল। ১৮.০৭ গড়ে ওভারপ্রতি ৮.৫২ রান খরচ করেছেন অনেকদিন যাবত জাতীয় দলের বাইরে থাকা পেসার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন