বিজ্ঞাপন

ইবিতে ছাত্রী র‍্যাগিংয়ের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি

February 20, 2023 | 12:50 pm

ইবি করেসপন্ডেন্ট

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রীকে বিবস্ত্র করে র‍্যাগিংয়ের ঘটনায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসক।

বিজ্ঞাপন

কমিটিতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ন ম আবু জর গিফারী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শাহবুব আলমের নাম রাখা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন,হাইকোর্টের আদেশে যেভাবে বলা আছে সেভাবেই কমিটি করা হয়েছে।’

সহকারী অধ্যাপক শাহবুব আলম বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারবো বলে আশা রাখি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনায় দায়ের করা রিটের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠনের আদেশ দেন হাইকোর্ট। আদেশে কুষ্টিয়ার জেলা প্রশাসককে ৩ কার্যদিবসের মধ্যে এ কমিটি গঠনের নির্দেশনা দেন।

কমিটি করার পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন