বিজ্ঞাপন

‘রমজানে আবাসিক এলাকার বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে’

May 5, 2018 | 1:34 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: আসন্ন রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থেই আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। হাইকোর্টের আদেশের আলোকে আগামীকাল রোববার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্নের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

শনিবার (৫ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান করে বিদ্যুৎ চাইলে আমাদের জন্য বিদ্যুৎ সরবরাহের অসুবিধা সৃষ্টি হয়। সব থেকে বড় কথা হলো আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যদি পৃথকভাবে ব্যবস্থা করা যায় তাহলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কোনো অসুবিধা হবে না।’

বিজ্ঞাপন

এর আগে, গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডি থেকে সব ধরনের অবৈধ স্থাপনা ও বাণিজ্যিক ভবন ১০ মাসের মধ্যে সরিয়ে নিতে গত বছরের ৫ জুলাই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

শুধুমাত্র বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ঠিক করা গেলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব বলে উল্লেখ করে তিনি বলেন, ‘চলতি মাসে জাতীয় গ্রিডে আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে। এ নিয়ে এখন আমাদের ১৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ক্যাপাসিটি রয়েছে।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ঠিক করতে হবে। একই জায়গায় আবাসিক বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। বিদ্যুৎ সার্ভিস ভালো পেতে হলে আমাদের পরিকল্পনা ও সরবরাহ সেবার মান উন্নয়ন করতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। প্রযুক্তির যুগে রাস্তায় হেঁটে কোথায় লাইন বিচ্ছিন্ন হয়েছে তা দেখার সময় কই, বরং প্রযুক্তি কাজে লাগাতে পারলে সেটিই আমাদের বলে দেবে লাইনের কোথায় সমস্যা হচ্ছে।’

বিজ্ঞাপন

এলএমজি’র যুগে উচ্চমূল্যে ডিজেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন জ্বালানি খরচ বাড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের টার্গেট হলো যত দ্রুত বিদ্যুৎ দেওয়া যায়। আগে ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। পরে তা কিভাবে সংরক্ষণ ও দাম কমিয়ে আনা যায় সে ব্যবস্থা করা।’

বিশ্ববাজারে জ্বালানি মূল্যের সঙ্গে সমন্বয় রেখে আমাদেরও দাম নির্ধারণ করা উচিত। আগামী বছরগুলোতে দামের সমন্বয় করার বিষয়টিও চিন্তা করছেন, বলেও তিনি জানান।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠান আরও বক্তব্য দেন- বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব উল আলম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ, পল্লীবিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মইন উদ্দিন প্রমুখ।

সারাবাংলা/এজেডকে/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন