বিজ্ঞাপন

সিরিজ জয়ই মূল লক্ষ্য বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের

May 5, 2018 | 3:09 pm

|| ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ||

বিজ্ঞাপন

ঢাবি: ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল। তিন ম্যাচের এই সিরিজ জেতাই স্বাগতিকদের মূল লক্ষ্য। শনিবার (৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে শুরু হয় প্রথম ম্যাচ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন ভারত- বাংলাদেশের এই দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করেছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের হুইল চেয়ার ক্রিকেট দলর অধিনায়ক সমজিৎ সিং। আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ।

বিজ্ঞাপন

দ্বিপাক্ষিক সিরিজটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামানের উদ্বোধন করার কথা থাকলেও তার অনুপস্থিতিতে সিরিজের উদ্বোধন করেন জগন্নাথ হল প্রভোস্ট অধ্যাপক ড. অসীম সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক নির্বাহী পরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. ইমরান জাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্জানালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক সালমা আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন এর সভাপতি মো. হেদায়তুল আজিজ মুন্না।

শুক্রবার (৪ এপ্রিল) দ্বিপাক্ষিক এই সিরিজ খেলতে দিল্লি থেকে ঢাকা আসে ভারতের হুইল চেয়ার ক্রিকেট দলটি।

উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে ভারতের ‘প্যারা স্পোর্টস ফাউন্ডেশন’ এর হুইলচেয়ার ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশর ক্রিকেট দল ‘ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন’।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন