বিজ্ঞাপন

কোপা আমেরিকায় অংশ নেবে জাপান ও কাতার

May 5, 2018 | 3:55 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

২০১৯ সালে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে ব্রাজিলে। ফুটবলের অন্যতম সেরা এই আয়োজনের ৪৬তম আসরে এবার অংশ নিচ্ছে কাতার ও জাপান। তবে উত্তর আমেরিকার কোন দেশ থাকছে না এই আসরে।

দক্ষিণ আমেরিকান ফুটবল গভর্নিং বডি (কনমেবল) জানিয়েছে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে ঘনিষ্টতার কারণে এবারের আসরে ১২টি দেশের মধ্যে থাকছে জাপান ও কাতার।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় ১৯৯৯ সালে কোপা আমেরিকায় অংশ নিয়েছিল কাতার, সেবার গ্রুপপর্বে হেরে বিদায় নেয়ার পর আর অংশ না নিলেও এবারের আসরে থাকছে দেশটি। অন্যদিকে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার থাকছে এবারের আসরে। এছাড়াও দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০টি দল থাকছে এবারের প্রতিযোগিতায়।

বিজ্ঞাপন

কোপা আমেরিকার শেষ দুই আসরের শিরোপা ঘরে তুলেছিল চিলি। ২০১৫ সালে এই আসরের ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে দলটি। পরের বছর শতবর্ষ উদযাপন করতে আবারো আসরের আয়োজন করা হয়। শতবর্ষী এই আয়োজনের আসরেও আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তোলে চিলি।

২০১৯ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার ভেন্যু এখনো জানা যায়নি, তবে আসর শুরু হবে ১৪ জুন, চলবে ৭ জুলাই পর্যন্ত।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন