বিজ্ঞাপন

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গোতে পুলিশের ১৮০ সদস্য

February 26, 2023 | 9:14 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গোতে গেছেন বাংলাদেশের ফিমেল ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) ১৮০ সদস্য।

বিজ্ঞাপন

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে রওয়ানা হন তারা। এ সময় পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশনস্) মো. হায়দার আলী খান ও ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস্ সেকশনের সদস্যরা কঙ্গোগামী শান্তিরক্ষীদের বিমানবন্দরে বিদায় জানান।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিচালক (মিডিয়া অ্যান্ড পিআর- এআইজি) মো. মনজুর রহমান জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশন অর্গানাইজেশন স্টেবিলাইজেশন মিশন ইন দ্যা ডিআর কঙ্গোতে (এমওএনইউএসসিও) যোগ দিতে ১৮০ পুলিশ সদস্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এফপিইউয়ের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শফিউল ইসলামসহ ১৪ জন কমান্ডিং স্টাফ রয়েছেন। ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের এফপিইউ পাঠানো হয়।

বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণের অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে। সেই থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের নীল পতাকার পাশে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছে এশিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা মহাদেশের দুর্গম বিভিন্ন প্রান্তরে।

বিজ্ঞাপন

বিগত তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসমূহের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে।

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও দৃঢ় মনোবলের সঙ্গে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা ডেমোক্রেটি রিপাবলিক অব কঙ্গো, মালি, দারফুর, সুদান, সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২৩ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খুলনায় বিশুদ্ধ পানি সংকটে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারাশ্রেণিকক্ষের বিরোধ গড়িয়েছে খুনে— অভিযোগ জুবায়েরের পরিবারেরফ্রান্সে ডানপন্থিদের হারিয়ে নাটকীয় জয়ের পথে বাম জোটযুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হামাস ইসরায়েলের জবাবের অপেক্ষায়চীন সফর: সকালে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীআন্দোলনকারীদের কী বলেছেন প্রধানমন্ত্রীর সেই প্রতিনিধিরথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৫ জনের, আহত ৪০পরীক্ষায় এরশাদ-নাজিম, প্রশ্ন— শাহাদাত-বক্করের অপরাধ কী?‘বাংলাদেশে পর্যাপ্ত আন্তর্জাতিক মানের ক্রিকেটার নেই’সর্বাত্মক কর্মবিরতির অষ্টম দিনে অবস্থান কর্মসূচি রাবি শিক্ষকদের সব খবর...
বিজ্ঞাপন