বিজ্ঞাপন

‘অস্ট্রেলিয়ার জন্য ল্যাঙ্গারই যোগ্য লোক’

May 5, 2018 | 5:56 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

বল টেম্পারিংয়ের কারণে অনেকটা মুখ থুবড়ে পড়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এমন কান্ডের পর দলের দায়িত্বও ছেড়ে দিয়েছিলেন কোচ ড্যারেন লেম্যান। জাস্টিন ল্যাঙ্গারকে নতুন কোচ হিসেবে পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের নেতৃত্ব ছেড়ে দেয়া লেম্যান বলছেন, ওর চেয়ে ভালো কোচ পেতো না ক্রিকেট অস্ট্রেলিয়া।

কেপটাউন টেস্টে বল টেম্পারিং ঘটনার পর অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ১ বছর এবং ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। কোচের দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন লেম্যান, তার ছাড়ার পর বৃহস্পতিবার (৩ মে) নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন ল্যাঙ্গার।

ল্যামেন অবশ্য কোচের জায়গাটাকে বেশ মিস করছেন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সেটাই বললেন সাবেক এই কোচ, ‘আমি খুব খুশি, কারণ অস্ট্রেলিয়া ক্রিকেট একটি ভালো হাতে পড়েছে। আমি জানি বিশ্বের সেরা জায়গাটা পেয়েছে ল্যাঙ্গার, এই জায়গাটাকে আমি ভালোবাসি এবং প্রতি মিনিটে মিস করি।’

বিজ্ঞাপন

এই সময়ে অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য ল্যাঙ্গারই সেরা বলে দিলেন অজিদের এই সাবেক কোচ, ‘এই মুহুর্তে দলকে এগিয়ে নিতে ওর (ল্যাঙ্গারের) চেয়ে ভালো কাউকে আমি দেখিনা।’

অস্ট্রেলিয়া জাতীয় দলের নতুন কোচ হিসেবে সাবেক এই ওপেনার দায়িত্ব চার বছরের জন্য। আগামী মাসে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ল্যাঙ্গারের নতুন মিশন। তার চার বছরের মেয়াদে দুটি অ্যাশেজ, একটি ওয়ানডে বিশ্বকাপ ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ পাচ্ছে অস্ট্রেলিয়া।
এই মুহুর্তে নতুন কোচ ল্যাঙ্গারের জন্য কাজটা যে কঠিন হবে সেটিও বলে রাখলেন লেম্যান, ‘এটা ঠিক যে, ম্যাচ জয় না পেলে দায়িত্ব পালন কষ্টকর হয়ে পড়ে। তবে আশা করবো চ্যালেঞ্জ এবং বড় দায়িত্ব হিসেবে দলের ভারসাম্য ধরে রাখতে কাজ করবে সে (ল্যাঙ্গার)।’

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন