বিজ্ঞাপন

বিশ্বকাপে আগুয়েরোকে পাচ্ছে আর্জেন্টিনা!

May 5, 2018 | 7:05 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

সার্জিও আগুয়েরোর ইনজুরির পর থেকে বেশ চিন্তায় পড়েছিল ম্যানচেস্টার সিটি আর আর্জেন্টিনার সমর্থকরা। ডান হাঁটুর ইনজুরির পর অস্ত্রোপচার করায় দ্রুত সেরে উঠছেন এই স্ট্রাইকার। বিশ্বকাপ ক্যাম্পেইনের আগে আগুয়েরো পুরোপুরি সেরে উঠবেন বলে জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা।

সিটি কোচ ধারণা করা হচ্ছে ২৯ বছর বয়সী এই আর্জেন্টাইনকে (আগুয়েরো) রাশিয়া বিশ্বকাপের তালিকায় রাখবেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হোর্হে সাম্পাওলি।

ডান হাঁটুতে চোটের কারণে অস্ত্রোপচারের কারণে সিটির হয়ে মাঠে নামতে পারছেন না আগুয়েরো। তবে চলতি মৌসুমের শুরুটা অবশ্য বেশ ভালোভাবেই করছিলেন। ইনজুরিতে পড়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল করেছেন এই স্ট্রাইকার।

বিজ্ঞাপন

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ইতোমধ্যেই নিশ্চিত করেছে ম্যানসিটি। রোববার (৬ মে) ঘরের মাঠে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শুক্রবার (৪ মে) সংবাদ সম্মেলনে কথা বললেন গার্দিওলা। সেখানে আর্জেন্টাইন স্ট্রাইকারের বর্তমান অবস্থা জানিয়েছেন সিটি কোচ, ‘হ্যাঁ, সে ঠিক মতোই পৌঁছবে (বিশ্বকাপে)। ডঃ রামোন কুগাটের কাছ থেকে আমি খবর পেয়েছি, ওর (আগুয়েরো) পুনর্বাসন ভালোভাবেই চলছে।’

আগুয়েরো এবং তার জাতীয় দল ও ক্লাব সতীর্থ নিকোলাস ওতামেন্দি এ বছর জায়গা পেয়েছেন ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশনে (পিএফএ)। গার্দিওলা অবশ্য দলের সেন্টার-ব্যাক ওতামেন্দিকে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই মনে করেন। ৩০ বছর বয়সী ওতামেন্দিকে জাতীয় দলের সম্পদ এবং বিশ্বকাপে রাখার যোগ বলে মনে করেন সিটি কোচ, ‘হ্যাঁ, অবশ্যই, সে ইতোমধ্যেই একজন নেতা। বিশ্বকাপে আর্জেন্টিনা দলে তাকে দেখা যাবে কি-না জানি না, তবে অবশ্যই সে একজন নেতা।’

বিজ্ঞাপন

‘সে এমন একজন খেলোয়াড়, সেটা বোঝাতে অনেক কিছু বলতে হবে না। সে এমন একজন খেলোয়াড়, যে কখনো আপনাকে হতাশ করবে না, কখনো আপনাকে ছেড়েও যাবে না।’

‘চলতি মৌসুমে আমাদের সাফল্যের কথা বলতে গেলে ওর (ওতামেন্দি) দায়িত্বের কথা আসবেই। সে সবসময়ই ছিল-ব্যাথা এবং ইনজুরির মধ্যেও-তাই আমি ওর জন্য সেরা বিশ্বকাপ চাইবো।’

 

সারাবাংলা/এসএন/ এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন