বিজ্ঞাপন

তনু হত্যার ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

May 5, 2018 | 8:26 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

সাভার: কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত চলছে, শিগগিরই তদন্তের রিপোর্ট আলোর মুখ দেখবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (৫ মে) বিকেলে সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ২১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেল- ২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকশই উন্নয়নে গুণগত শিক্ষার বিকল্প নেই, তাই মানসম্মত শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি পড়াশুনায় সবাইকে মনোযোগী হওয়ারও আহ্বান জানান।

বিজ্ঞাপন

চার দিনব্যাপী ২১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেল ২০১৮-তে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষার্থী ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মো. সবুর খান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভিড কলিং হুচিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জগদীশ গান্ধী, নির্বাহী পরিচালক ড. ভিনিতা কামরান।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন