বিজ্ঞাপন

‘সারাদেশে একের পর এক বিষ্ফোরণ রহস্যজনক’

March 8, 2023 | 10:52 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে একের পর এক বিষ্ফোরণের ঘটনা রহস্যজনক। মঙ্গলবার (৭ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সিদ্দিকবাজারে বিস্ফোরণের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসবিচ বলেন, ‘রোববার ঢাকার সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হন। তার আগে শনিবার চট্টগ্রামের সীতাকুন্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এ ধরনের ঘটনায় গত কয়েকদিনে ২৬ জনের অধিক লোক মৃত্যবরণ করেছেন। এসব বিষ্ফোরণের ঘটনা ও বহু হতাহতের ঘটনায় দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখনই সরকারবিরোধী আন্দোলন একটি যৌক্তিক পরিণতির দিকে ধাবিত হয়, ঠিক তখনই সরকারি মহল পরিকল্পিতভাবে জনদৃষ্টিকে অন্যদিকে প্রভাবিত করার লক্ষ্যে এরূপ ঘটনা একের পর এক ঘটিয়ে আসছে বলে জনগণ বিশ্বাস করে। ইতোপূর্বে এরূপ যেসব ঘটনা ঘটেছে তার সুনির্দিষ্ট প্রতিকার হয়নি। কারণ সরকারি মহলই এরূপ ঘটনা সৃষ্টির সঙ্গে জড়িত যা পত্র-পত্রিকায় ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।’

তিনি বলেন, ‘এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও সমাধান করতে ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগ করে গণতান্ত্রিক সরকারের নিকট ক্ষমতা অর্পণ করা উচিত। এ সরকারের আমলে মানুষের জীবনের কোনো মূল্য নেই। তাই একের পর এক ঘটনা ঘটলেও সরকার ভয়াবহ প্রাণহানীর ঘটনা ঠেকাতে পারছে না।’

বিজ্ঞাপন

বিষ্ফোরণ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/আইই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন