বিজ্ঞাপন

‘নোবেলজয়ীকে সম্মান করি, কিন্তু ঈর্ষা-মিথ্যাচার সহ্য করব না’

March 11, 2023 | 9:58 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘সুদের কারবারি’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, এমপি বলেছেন, নোবেল পাওয়ার জন্য তিনি সম্মান পেতে পারেন; কিন্তু ঈর্ষান্বিত হয়ে তার মিথ্যাচার কোনোভাবেই সহ্য করতে পারি না।

বিজ্ঞাপন

শনিবার (১১ মার্চ) বিকেলে নগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওয়াসিকা আয়শা খান এসব কথা বলেন। দলটির কেন্দ্রঘোষিত নাশকতা ও নৈরাজ্য বিরোধী কর্মসূচির অংশ হিসেবে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ের বিপরীতে বনফুল প্রাঙ্গনে এ সমাবেশ হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান বলেন, ‘আমরা অনেকে স্বপ্ন দেখতে সাহস করি না। কিন্তু শেখ হাসিনা নিজে স্বপ্ন দেখেন এবং সেটা বাস্তবায়ন করে দেখান। এটা আবার অনেকের সহ্য হয় না। একজন সুদের কারবারি আছেন, যিনি বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছেন, কিন্তু সফল হননি। তিনি যেভাবেই হোক নোবেল পেয়েছেন, এজন্য তিনি সম্মান পেতে পারেন। তবে তিনি যদি ঈর্ষান্বিত হয়ে মিথ্যাচার করেন, তাহলে কিছুতেই সেটা সহ্য করতে পারি না।’

তিনি বলেন, ‘এই ব্যক্তি ৭৮ লাখ টাকা খরচ করে ওয়াশিটন পোস্ট পত্রিকায় পাতাজুড়ে বিজ্ঞাপন দিয়েছেন। সেখানে ৪০ জন স্বনামধন্য বিদেশি আমাদের প্রধানমন্ত্রীর কাছে উনার মর্যাদা ও স্বীকৃতি চেয়েছেন। আমার জানা মতে বিজ্ঞাপনে যে ৪০ জন ব্যক্তির নাম ছাপা হয়েছে, তাদের অর্ধেকেরও বেশি ব্যক্তি জানেনেই না বিজ্ঞাপনের ভাষা কী ছিল ! এতে প্রমাণ হয় একজন মানুষ কতটা বিশ্রীভাবে চক্ষুলজ্জাহীন হতে পারেন !’

বিজ্ঞাপন

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান ও হাসান মাহমুদ হাসনী, চন্দন ধর, জালাল উদ্দীন ইকবাল বক্তব্য দেন।

এদিকে নগরীর চান্দগাঁও থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগের কর্মীরা প্রস্তুত আছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভাবনীয় উন্নয়ন হয়েছে, তাতে বিএনপি-জামায়াত গোষ্ঠী নাখোশ। প্রধানমন্ত্রী যখন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য লড়ছেন তখন এই নাখোশ গোষ্ঠী স্বাধীনতা বিরোধীদের সাথে মিলে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের উদ্দেশে বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে আমরা যেকোনো মূল্যে সরকার টিকিয়ে রাখতে লড়ব, গড়ব স্মার্ট বাংলাদেশ।’

নগর আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আবদুছ ছালাম, জোবাইরা নার্গিস খান, নূর আহমদ নূরু সমাবেশে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

এদিকে, বন্দর থানা আওয়ামী লীগের শান্তি সমাবেশে নগর কমিটির সহসভাপতি চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘নির্বাচন এলেই সরকারকে ক্ষমতা থেকে হটানোর দেশি-বিদেশি তৎপরতা শুরু হয়। সেই তৎপরতার অংশ হিসেবে নোবেল পাওয়া এক ব্যক্তিকে সামনে এনে দেশের স্থিতিশীল পরিবেশ হঠাৎ করেই অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। শান্তির নোবেলপ্রাপ্ত ব্যক্তি ফের ষড়যন্ত্রের ডালপালা বিস্তার করতে চায়।

নির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ করেই তাকে সামনে নিয়ে এসেছে তার সহপাঠী এবং বন্ধু-বান্ধবরা। উদ্দেশ্য শুধু একটাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবিশ্বাস্য উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা।’

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, ওই ব্যক্তির ঘাড়ে এখন বিএনপি-জামায়াত সওয়ার হয়েছে। যদি সত্যিকার অর্থেই ওই ব্যক্তির রাজনীতি করার ইচ্ছে থাকে তাহলে আমরা অবশ্যই স্বাগত জানাব। কিন্তু তা না করে ষড়যন্ত্র করলে কোনোভাবেই ছাড় দেব না।’

বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহম্মদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় নগর কমিটির ধর্ম সম্পাদক জহুর আহম্মদ, শ্রম সম্পাদক আবদুল আহাদ সমাবেশে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন