বিজ্ঞাপন

বুধবার বেইলি রোডে গুরুশিষ্যের ‘নৃত্যসুধা উৎসব’

March 14, 2023 | 4:33 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রথমবারের মতো গুরুশিষ্য পরম্পরা নৃত্যসুধা উৎসবের আয়োজন করেছে ‘নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র’। মণিপুরী নৃত্যশিল্পী তামান্না রহমানের পরিকল্পনায় মঞ্চে আসছেন দেশের ৪ জন গুণী নৃত্যশিল্পী ও তাদের শিষ্যরা।

বিজ্ঞাপন

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর নিউ বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম হলে এ উৎসব হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কথক নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, মণিপুরী নৃত্যশিল্পী তামান্না রহমান, ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তী ও ভরতনাট্যম নৃত্যশিল্পী বেলায়েত হোসেন খান এবং তাদের শিষ্যরা মঞ্চে তাদের পরিবেশনা নিয়ে থাকবেন। দর্শনীর বিনিময়ে দর্শনার্থীরা একসঙ্গে উপভোগ করতে পারবেন শাস্ত্রীয় নাচের চারটি ধারার নৃত্যের একক ও দলীয় পরিবেশনা।

বিজ্ঞাপন

ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রাম থেকে প্রমা অবন্তীর সাথে ওড়িশী নৃত্যে অংশ নেবেন- নিবিড় দাশ গুপ্তা, তূষি ভট্টাচার্য, ময়ূখ সরকার, দিয়া দাশ গুপ্তা, মৈত্রী চক্রবর্তী তূর্ণী, অর্জিতা সেন চৌধুরী, বৈশাখী বড়ুয়া ও শ্রাবণী ধর।

সারাবাংলা/আরডি/এএসজি

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন