বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র এখনও জার্মানিতে দখলদারিত্ব বজায় রেখেছে: পুতিন

March 15, 2023 | 11:29 am

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে আত্মসমর্পণের কয়েক দশক পার হলেও জার্মানি এখনও স্বাধীনভাবে কাজ করতে পারছে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখনও দেশটিতে তার দখলদারিত্ব বজায় রেখেছে।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা রয়টার্স বুধবার (১৫ মার্চ) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ার একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ সাগরে পাইপলাইনে বিস্ফোরণের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া থেকে বোঝা যায় দেশটি এখনও ‘দখলদারিত্বের’ অধীনে রয়ে গেছে।

ইউরোপীয় নেতারা তাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতার বোধ হারানোর জন্য কার্যত ঝাঁপিয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন পুতিন।

বিজ্ঞাপন

সাক্ষাতকারে প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, সোভিয়েত ইউনিয়ন একপর্যায়ে জার্মানি থেকে রুশ বাহিনী প্রত্যাহার করে এবং দেশটিতে রুশ দখদারিত্বের অবসান ঘটায়। কিন্তু এটি দিবালোকের মতো সত্য যে, মার্কিনিদের ক্ষেত্রে তা হয়নি। তারা জার্মানিতে দখলদারিত্ব অব্যাহত রেখেছে।

তিনি বলেন, গত বছর কোনো রাষ্ট্রের পক্ষ থেকেই নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে হামলা চালানো হয়েছিল, ইউক্রেনপন্থি কোনো সশস্ত্র গোষ্ঠী হামলাটি চালায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন