বিজ্ঞাপন

ডাইং কারখানায় রোলারের আঘাতে শ্রমিক নিহত

March 16, 2023 | 2:49 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর শ্যামপুরে একটি ডাইং কারখানায় পা পিছলে পড়ে রোলারের আঘাতে কামাল হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় জেদ্দা ডাইং কারখানায় ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী শাহিন জানান, তারা শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় জেদ্দা ডাইং কারখানার লেবারের কাজ করেন। কামালও লেবারের কাজ করতো। সকালে কামাল মাথায় কাপড়ের বান্ডেল নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে রোলারের আঘাতে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামালের স্ত্রী শাহানা বেগম জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইল কবরস্থান এলাকায়। তার বাবার মৃত শাহজাহান মিয়া। বর্তমানে শ্যামপুর লালমসজিদ এলাকায় তারা ভাড়া থাকেন। তাদের ঘরে এক ছেলে সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এদিকে, কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) পার্থ শেখর জানান, জানতে পেরেছি কদমতলী থানা এলাকায় একটি ডাইং কারখানায় দুর্ঘটনায় এক শ্রমিক মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন