বিজ্ঞাপন

১০৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

May 6, 2018 | 2:54 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: এবারের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০৯টি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি। গত বছরের তুলনায় এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। এছাড়া শতভাগ উর্ত্তীণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬৯২টি।

ফল প্রকাশ উপলক্ষে রোববার (৬ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান।

তিনি জানান, এ বছর এসএসসি ও দাখিল পরীক্ষায় শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০৯টি। যা গত বছর ছিল ৯৩টি। এর মধ্যে ৮টি শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠান ১৩টি ও দাখিলে অনুত্তীর্ণ প্রতিষ্ঠান ৯৬টি।

বিজ্ঞাপন

এদিকে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি জানান, গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ২৬৬টি হলে এবার তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৪টি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পাসের হার কমলেও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এ বছর বেড়েছে ৫ হাজার ৮৬৮জন। এর সঙ্গে বেড়েছে মোট প্রতিষ্ঠানের সংখ্যাও। এ বছর প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৯৯টি।’

সারাবাংলা/এইচএ/এমও

বিজ্ঞাপন

আরও পড়ুন:

মোবাইলে জানা যাবে পরীক্ষার ফল
এসএসসির ফলে ফুটুক সবার মুখে হাসি
পাসের হার কম হলেও জিপিএ ৫ বেশি মাদ্রাসায়
কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ ৫

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন