বিজ্ঞাপন

চীনের ছোট্ট প্রদেশের কাছেও হারলো সাবিনারা

May 6, 2018 | 4:47 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিলো বাংলাদেশের। তবে, শেষ ম্যাচ নিয়মরক্ষার হলেও দেশটির নাম চাইনিজ তাইপে বলেই শেষ ম্যাচে তিন পয়েন্টের সান্ত্বনা নিয়ে ফুটসালকে স্বাগত জানাতে চেয়েছে সাবিনা-মারিয়ারা।

তার আর হলো কই? টানা তিন ম্যাচে হার নিয়ে ফিরতে হচ্ছে গোলাম রাব্বানী ছোটনের দলকে। এএফসি উইমেন ফুটসাল চ্যাম্পিয়নশিপে গ্রুপ বি এর শেষ ম্যাচে ৬-১ ব্যবধানে চীনের ছোট প্রদেশ চাইনিজ তাইপের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

এর আগে ফুটসাল অভিষেক হওয়া মেয়েরা দু’ম্যাচে ১৪ গোল হজম করেছে। আজ আরও ছয়টি যোগ হলো হজমের খাতায়।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের ব্যাংককে বুধবার নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৭-১ গোলে হেরেছিল সাবিনারা। শুক্রবার দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে হার ৭-০ গোলে। টানা দু’ম্যাচ হেরে পরের রাউন্ডে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

আজ শনিবার (০৬ মে) নিয়ম রক্ষার ম্যাচে বড় ব্যবধানে হেরে অর্জনের খাতায় যোগ করতে পেরেছে শুধু ২৩ মিনিটে সাবিনার গোল। ব্যাংককের হুয়া ম্যাক ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পুরো টুর্নামেন্টে ২০ গোল হজম করা মেয়েদের সান্ত্বনা বলতে দুটি গোল। মারিয়া ও সাবিনার গোল ছাড়া অর্জনের খাতায় অভিজ্ঞতাটাও যোগ হয়েছে বলা যায়।

 

সারাবাংলা/জেএইচ/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন