বিজ্ঞাপন

এমবাপের অধিনায়কত্বে উজ্জীবিত ফ্রান্স

March 25, 2023 | 10:58 am

স্পোর্টস করেসপন্ডেন্ট

অনেক জলঘোলার পর শেষ পর্যন্ত ফ্রান্সের অধিনায়কত্ব পেয়েছেন কিলিয়ান এমবাপে। দলের সিনিয়র সদস্যদের রেখে অল্প বয়সে নেতৃত্ব পাওয়া এমবাপে জ্বলে উঠলেন মাঠে।

বিজ্ঞাপন

অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে দুর্দান্ত খেলেছেন ফরাসি তরুণ। নিজে গোল করেছেন দুটি, অন্যকে দিয়ে করিয়ে নিয়েছেন আরও একটি। এমবাপের দাপুটে রাতে ইউরো বাছাইপর্বের লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে ফ্রান্স।

ওদিকে ইউরো বাছাইপর্বের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ‘অসুস্থতা’ও ভুগিয়েছে নেদারল্যান্ডসকে। অসুস্থতার কারণে ফ্রান্সের বিপক্ষে সেরা একাদশের পাঁচজনকে পায়নি নেদারল্যান্ডস। যার প্রভাব দেখা যায় মাঠের ফুটবলেও।

শুরুতেই গোল পেয়ে যায় ফ্রান্স। নতুন নেতৃত্ব পাওয়া এমবাপের বাড়িয়ে দেওয়া বলে ম্যাচের ২ মিনিটে গোল করেন অ্যান্থনিও গ্রিজম্যান। ম্যাচের অষ্টম মিনিটে ফ্রান্স দ্বিতীয় গোলে পেয়েছে সেই গ্রিজম্যানের কল্যাণেই। ডান প্রান্ত থেকে বক্সে বল বাড়িয়েছিলেন তিনি। গোলরক্ষক এগিয়ে এসেও সেটা ধরতে পারেননি। উপেমেকানোর শরীরে লেগে বল জড়িয়ে যায় জালে।

বিজ্ঞাপন

২১ মিনিটে আবারও দৃশ্যাপটে হাজির এমবাপে। আহেলিয়া চুয়ামেনির বাড়ানো বল ধরে দারুণ এক প্লেসিং শটে দলের তৃতীয় এবং নিজের প্রথম গোলটি আদায় করে নেন এমবাপে। তিন গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া ফ্রান্স বিরতির পর খেলার গতি খানিকটা কমিয়ে দেয়।

তবে নেদারল্যান্ডস ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজে পায়নি। ৮৮ মিনিটে এমবাপে আরও এক গোল করে বড় পরাজয় নিশ্চিত করেন ডাচদের। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন