বিজ্ঞাপন

ইন্টারপোল ও দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে: আইজিপি

March 25, 2023 | 4:57 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর বনানীতে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের আসামি রবিউল ইসলামের বিষয়ে ইন্টারপোল ও দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

শনিবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ানবাজার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের আসামি রবিউল ইসলাম ওরফে আরাব খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে। ইন্টারপোল ও দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইন্টারপোল রবিউলের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে।’

রবিউল ইসলাম ওরফে আরাব খান ভারতীয় নাগরিক এবং ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দুবাই গেছেন—তাকে ফিরিয়ে আনতে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি।’

বিজ্ঞাপন

গুঞ্জন রয়েছে দুবাই পুলিশ রবিউল ইসলাম ওরফে আরাব খানকে আটক করেছে এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘গ্রেফতার কিংবা আটকের কোনো তথ্য আমার কাছে নেই।’

সারাবাংলা/ইউজে/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন