বিজ্ঞাপন

দরিদ্র রোগীদের চিকিৎসায় জাকাতের টাকা গণস্বাস্থ্যে দানের আহ্বান

March 30, 2023 | 11:48 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে চিকিৎসা নেওয়া দরিদ্র রোগীদের ব্যয় সাশ্রয়ে যাকাতের টাকা হাসপাতালটির ফান্ডে দান করার আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বিজ্ঞাপন

বুধবার (২৯ মার্চ) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকল কিডনি রোগের রোগীদের বেঁচে থাকার চিকিৎসা হলো একমাত্র ডায়ালাইসিস। ডায়ালাইসিস সেবা অত্যন্ত ব্যয়বহুল। বিকল কিডনি রোগের সঙ্গে রোগীদের বেশির ভাগেরই অন্য কোনো অসংক্রামক রোগ থাকে।

এ ছাড়া, অন্যান্য চিকিৎসা খরচ, ওষুধ, যাতায়াত, বিশেষ খাবার ইত্যাদি খরচ বহন করতে হয়। দেখা যায়, রোগী যে আর্থিক অবস্থায়ই হোক না কেন, এই সকল রোগীরা চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে ধীরে ধীরে দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকেন। এক পর্যায়ে ডায়লাইসিস করাতে আর টাকা থাকে না।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, দফায় দফায় ডায়ালাইসিসের মূল্য কমানোর পরও বিকল কিডনি রোগের রোগীরা শুধুমাত্র টাকার অভাবে নিয়মিত ডায়ালাইসিস করাতে পারছেন না। বাংলাদেশের সর্ববৃহৎ ডায়ালাইসিস সেন্টার ‘গণস্বাস্থ্য ডায়লাইসিস সেন্টার’, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, গণস্বাস্থ্য কেন্দ্র জনহিতকর দাতব্য ট্রাস্টের একটি অলাভজনক প্রতিষ্ঠান। সমাজের অবস্থাসম্পন্ন ব্যক্তিদের সহায়তায় প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩২০ জন বিকল কিডনি রোগীদের নামমাত্র খরচে গুণগত মানের সেবা নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আপনাদের সাহায্য প্রয়োজন, যারা সামর্থবান, দেশ-বিদেশে বসবাস করেন, তারা দান করুন, জাকাত দিন। কোনো সাহায্য ক্ষুদ্র নয়। নিজে দান করুন, প্রিয়জনের নামে দান করুন। বন্ধুবান্ধবকে দান করতে সাহায্য করুন। সকল প্রকার দান আয়কর মুক্ত।

নিম্নের যে কোনো অ্যাকাউন্টে আপনার জাকাত/দান পাঠাতে অনুরোধ করছি।

বিজ্ঞাপন

১. হিসাবের নাম: গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এলিফেন্ট রোড শাখা, নিউমার্কেট, ঢাকা, হিসাব নম্বর- ০১৭১১০১০০০০০১০৫৮,

২. হিসাবের নাম: গণস্বাস্থ্য নগর হাসপাতাল, প্রিমিয়ার ব্যাংক, পান্থপথ শাখা, ঢাকা। হিসাব নম্বর- ১৪৪১১১০০০০০৬৮, বিকাশ অ্যাকাউন্ট: ০১৭৩৩৯৯১৩৯১

ঠিকানা: গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ১৪/ই, রোড নম্বর- ৬ ধানমন্ডি, ঢাকা ১২০৫। পিবিএক্স- +৮৮০২৪১০৬০৯৩০-৩৪, +৮৮০৯৬০২১১১৯৪০-৪১, ০১৭০৯৬৬৩৯৯৪, ০১৪০১১৭১৭৪২, (এক্স: ০, ১০০,১১১,১৯৯)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন