বিজ্ঞাপন

ব্যাটিংয়ে শুরুতে বড় বিপদে বাংলাদেশ

March 31, 2023 | 2:36 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতে ধুঁকছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ২৪ রানে হারিয়ে ফেলা বাংলাদেশ ৪১ রানে চতুর্থ উইকেট হারিয়ে ফেলেছে।

বিজ্ঞাপন

ঘরের মাঠে রীতিমতো উড়ছিল বাংলাদেশ। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে টানা আট ম্যাচ জিতেছেন টাইগাররা। আর এমন সাফল্যের বড় অবদান টপ অর্ডার ব্যাটিং আর পেস বোলিং ডিপার্টমেন্টের সাফল্য। কিন্তু আজ  তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ।

দ্বিতীয় ওভারের প্রথম বলেই হাঁকাতে গিয়ে সীমানায় ধরা পরেছেন দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস। তৃতীয় ওভারের শেষ বলে তিনে নামা নাজমুল হোসেন শান্তও হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন। দরুণ খেলতে থাকা রনি তালুকদার দলীয় ২৪ রানের মাথায় ১০ বলে ১৪ করে ফেরেন।

শুরুতেই তিন উইকেট হারানোর পর সাকিব আল হাসান-তৌহিদ হৃদয়ের ওপর ছিল বড় দায়িত্ব। সাকিব দারুণ দুটি শট খেলে হাল ধরার আভাসও দিয়েছিলেন। কিন্তু সাকিবও ফিরেছেন মাত্র ৬ রান করে। ৫.৫ ওভারে সাকিব যখন ৬ বলে ৬ রান করে ফিরলেন বাংলাদেশের রান তখন মাত্র ৪১।

বিজ্ঞাপন

শুরু থেকেই ধুঁকতে থাকা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তৌহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী।

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন