বিজ্ঞাপন

‘দাবি না মানলে হরতাল-অবরোধ’

April 1, 2023 | 5:14 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ না করলে হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

বিজ্ঞাপন

শনিবার (১ এপ্রিল) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, চাল, ডাল, তেল এবং কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়।

আবদুস সালাম বলেন, ‘আমরা এখনও সভা, সমাবেশ, মানবন্ধন, অবস্থন কর্মসূচিতে আছি। অবিলম্বে আমাদের দাবি মেনে নিয়ে সরকার পদত্যাগ না করলে হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যাব।’

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যারা সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করছেন। কোনো কিছুতেই রা’ করছেন না। তাদের উদ্দেশে বলতে চাই, আপনাদের নিস্ক্রিয়তা ও নীরবতার কারছে আমরা যদি হরতাল-অবরোধ কর্মসূচিতে যাই, তখন বলতে পারবেন না, বিএনপির আন্দোলনের কারণে আজকে অর্থনীতির ক্ষতি হচ্ছে।’

‘আমরা এও বলতে চাই, এই বাস মালিকসহ সবাইকে— বিএনপি গাড়ি জ্বালায় না, বিএনপি আগুন ধরায় না। আগুন ধরানোর দল হলো আওয়ামী লীগ। তাই সাবধানে থাকবেন। আমরা যখন কর্মসূচি দেব আওয়ামী লীগই কিন্তু ধ্বংসাত্মক কার্যক্রমে চালিয়ে বিএনপির ওপর চাপানোর চেষ্টা করবে’— বলেন আবদুস সালাম।

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমালে আওয়ামী লীগ সচিবালয়ের গেটে সরকারি কর্মচারীদের ‍উলঙ্গ করে ছেড়ে দিয়েছিল। এই ঢাকায় শেরাটনের সামনে গান পাউডার দিয়ে মানুষকে মেরেছেন। এমন বীভৎস ঘটনা পৃথিবীতে কোথাও হয়েছে কিনা জানি না। সেই সময় জিপিওর সামনে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মারার পরে সেই মৃত মানুষের ওপরে তারা নেচেছে। এমন ঘটনা বিরল।’

বিজ্ঞাপন

‘আজকে বলেন আওয়ামী লীগ নাকি ধোয়া তুলসির পাতা। তারা খালি রবীন্দ্র সঙ্গীত গেয়ে আন্দোলন করে। তারা কিছুই করেনি। আমাদের পরিষ্কার কথা, আওয়ামী লীগ আন্দোলনের নামে, কেয়ারটেকারের নামে যা যা করছে আমরা তাই তাই করর, এর বেশি কিছু করব না।’

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, খালেদা জিয়া ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন ওয়াসীম প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন