বিজ্ঞাপন

প্রাইভেটকারে গরু নিয়ে পালানোর পথে ৩ জনকে ধরে পিটুনি

April 1, 2023 | 8:21 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গরুসহ একটি প্রাইভেটকার আটকে তিনজনকে গণপিটুনি দিয়েছে জনতা। এসময় প্রাইভেটকারটি ভাংচুর করা হয়। পুলিশ জানিয়েছে, বান্দরবান থেকে চুরি করা গরু প্রাইভেটকারে তুলে পালানোর সময় তাদের ধাওয়া দিয়ে সাতকানিয়ায় আটকে ফেলা হয়।

বিজ্ঞাপন

শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কেরাণিহাট-বান্দরবান সড়কের বাজালিয়ায় অলি আহমদ বীরবিক্রম কলেজের সামনে এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে আহতদের মধ্যে দু’জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- মো. আরমান (৩৬) ও মো. ফয়সাল (৩৮) ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত সারাবাংলাকে বলেন, ‘বান্দরবান সদরের গোয়ালিয়াখোলা এলাকা থেকে একটি গরু প্রাইভেটকারে নিয়ে চারজন সাতকানিয়ার দিকে আসছিল। সেখান থেকেই তাদের ধাওয়া দিয়ে কয়েকটি মোটর সাইকেলে লোকজন পিছু নেয়। বাজালিয়ায় এসে কারের গতিরোধ করে তাদের মধ্যে তিনজনকে আটকে ফেলা হয়। একজন পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় জনতা কারের পেছনে গরু দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তখন সবাই মিলে তিনজনকে গণপিটুনি দেয়।’

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ গিয়ে তিনজনকে উদ্ধার করে জানিয়ে ওসি বলেন, ‘প্রাইভেটকারটি ভাংচুর করা হয়েছে। আমরা গিয়ে গুরুত্বর আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।’

এ বিষয়ে বান্দরবান সদর থানায় মামলার সূত্রে গ্রেফতার তিনজনকে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি ইয়াসির আরাফাত জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন