বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে অন্তত ৬০ টর্নেডোর আঘাতে বহু প্রাণহানি

April 2, 2023 | 2:37 pm

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলে ধারাবাহিক টর্নেডোর আঘাতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। ঝড়ের কারণে বেশ কয়েকটি রাজ্য বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৬০টি টর্নেডো বয়ে গেছে। বিশেষ করে, আরকানসাস, টেনেসি, ইলিনিয়, ইন্ডিয়ানা, আলাবামা এবং মিসিসিপি রাজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি ঝড় আরকানসাস রাজ্যের রাজধানী লিটল রক থেকে প্রায় ১৭০ কিলোমিটার পূবে ভিন নামক শহরটিকে গুঁড়িয়ে দিয়েছে।

লিটল রক শহরের মেয়র জানিয়েছেন, প্রায় ২৬০০ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আহত অন্তত ৫০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ইউএস পাওয়ারআউটেজ ওয়েবসাইট অনুসারে, ভার্জিনিয়া, ওহিও এবং পেনসিলভানিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রাজ্যে কয়েক লাখ বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন