বিজ্ঞাপন

ইভিএম-ব্যালট নিয়ে মাথাব্যথা নেই: আমীর খসরু

April 3, 2023 | 11:39 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোট ইভিএমে হলো না কি ব্যালটে হলো সেটি নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না।’

বিজ্ঞাপন

সোমবার (৩ এপ্রিল) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ইভিএম বা ব্যালট কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে অনির্বাচিত অবৈধ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে ভোটচুরির এজেন্ডা বাস্তবায়নের জন্য। সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে জনগণ বা বিএনপি যাবে না।’

নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন ৩০০ আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়ার ঘোষণা দিলে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো বিরোধিতায় নামে। এ অবস্থায় সোমবার বর্তমান নির্বাচন কমিশনের ১৭ তম সভায় ৩০০ আসনে ব্যালটে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রসঙ্গে আমীর খসরু আরও বলেন, ‘ভোট ইভিএমে হলো না কি ব্যালটে হলো, এটি নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই, জনগণেরও নেই। মাথাব্যথা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে কি না। সরকার আবার একতরফা নির্বাচন করতে চায়। কিন্তু এদেশের জনগণের তাদের এই সুযোগ আর দেবে না।’

প্রথম আলোর সম্পাদক-সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমীর খসরু বলেন, ‘সাংবাদিকদের কাজ হচ্ছে সঠিক সংবাদ পরিবেশন করা। সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে সাংবাদিকরা মামলা-হামলার শিকার হচ্ছেন। সাংবাদিকদের গ্রেফতার করে সরকার ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু সাংবাদিকদের সাহসিকতা দেখাতে হবে।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘এমন আন্দোলন হবে, এই সরকারকে পরাজয় স্বীকার করে বিদায় নিতে হবেই। জনগণ সরকারের পতন ঘটিয়ে তবেই ঘরে ফিরবে।’

বিজ্ঞাপন

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, উপদেষ্টা এস এম ফজলুল হক, কেন্দ্রীয় সদস্য তারিকুল আলম তেনজিন, উদয় কুসুম বড়ুয়া, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, নাজিম উদ্দিন, আবদুস সাত্তার, আব্দুল আজিজ, খুরশিদ জামিল, মফিজুল হক ভূঁইয়া বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন