বিজ্ঞাপন

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

April 4, 2023 | 4:45 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

এতে বলা হয়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, আশপাশের এলাকার পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জাম, অ্যাম্বুল্যান্সসহ ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল, বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে। আন্ত বাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক মাইন উদ্দিন জানান, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দেশের সর্ববৃহৎ কাপড়ের এই আড়তে আগুনে বহু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/ এনইউ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন