বিজ্ঞাপন

পাঁচ শর্তে মিলল হিন্দি ছবি আমদানির অনুমতি

April 11, 2023 | 3:30 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

অবশেষে সিনেমা হল মালিকদের দীর্ঘ আন্দোলনের ফলাফল আসলো। সরকারের তরফ থেকে হিন্দি ছবি আমদানির অনুমতি মিলল। তবে তা দুই বছরের জন্য এবং দেওয়া হয়েছে পাঁচটি শর্ত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমতির কথা জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি সংক্রান্ত সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ইতিবাচক মতামতের ভিত্তিতে বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর ২৫ (৩৬) (গ) উপ-অনুচ্ছেদের শর্ত প্রতিপালনপূর্বক বাংলাদেশী চলচ্চিত্র রপ্তানির বিপরীতে SAFTA ভুক্ত দেশ হতে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার জন্য শর্ত সাপেক্ষে পরীক্ষামূলকভাবে নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।

যে পাঁচ শর্তে আমদানির অনুমতি দেওয়া হয়েছে:

বিজ্ঞাপন

(ক) বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক, পরিবেশকগণ উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার সুযোগ পাবেন:

(খ) উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র বাংলা সাবটাইটেলসহ পরীক্ষামূলকভাবে শুধু দুই বছরের জন্য রপ্তানির বিপরীতে আমদানি করার সুযোগ থাকবে;

(গ) প্রথম বছর দশটি বাংলাদেশী চলচ্চিত্র রপ্তানির বিপরীতে সমান সংখ্যক চলচ্চিত্র আমদানি করতে পারবে:

বিজ্ঞাপন

(ঘ) আমদানিকৃত উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শনের পূর্বে অবশ্যই বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সনদ গ্রহণ করতে হবে; এবং

(ঙ) বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর, ঈদ-উল আযহা ও দূর্গা পুজার সপ্তাহে এই আদেশবলে আমদানীকৃত চলচ্চিত্র প্রদর্শন করা যাবে না।

জানা গেছে, প্রথম পর্যায়ে আমদানির অনুমতি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবি। এটি আমদানি করছে অ্যাকশনকাট এন্টারটেইনমেন্টের ব্যানারে অনন্য মামুন।

আরও পড়ুন: ২ বছরে ১৮ হিন্দি ছবি আমদানির প্রস্তাব

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন