বিজ্ঞাপন

‘২০২৩ সালে বড় শিরোপা জিতবে বাংলাদেশ’

April 13, 2023 | 9:37 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

চলতি ২০২৩ সালে বড় দুটি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সেপ্টেম্বরে এশিয়া কাপ, অক্টোবরে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। সম্প্রতি ওয়ানডে ফরম্যাাটে বাংলাদেশ যেমন দুর্দান্ত ক্রিকেট খেলছে তাতে এই দুই আসরে ভালো কিছুর প্রত্যাশা অনেকের। সাকিব আল হাসান ঘোষণা দিয়ে রেখেছেন- ২০২৩ সালটা হতে যাচ্ছে বাংলাদেশের। সাকিবের কথায় সুর মেলালেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। বাংলাদেশের এখন বড় শিরোপা জেতার সময়- বলেছেন মাশরাফি।

বিজ্ঞাপন

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা প্রায় দেড় যুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তাসকিন আহমেদ, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজরাও বেশ অভিজ্ঞ। দলের জুনিয়র সদস্য নাজমুল হোসেন শান্তরও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বছর পাঁচেক আগে। এই অভিজ্ঞতাকেই বড় শক্তি মনে করছেন মাশরাফি।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ঢাকা লোপার্ডসের বিপক্ষে ১ রানের জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ। জয়ের পর মাশরাফি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এলে উঠল এই প্রসঙ্গ।

সাবেক অধিনায়ক বলেন, ‘সাকিব যা বলেছে আমি তাতে একমত। দেখুন, সারা বিশ্বেই এমন অভিজ্ঞ দল (বাংলাদেশ) নেই। অস্ট্রেলিয়াও এতো অভিজ্ঞ নয়, বাংলাদেশ দলের মতো। এখন আসলে আমদের একটা টুর্নামেন্ট জেতার সময়। সেটা এশিয়া কাপ হতে পারে, বিশ্বকাপ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনি যদি দেখেন দলের সবচেয়ে ইয়ং ক্রিকেটার, নাজমুল হোসেন শান্ত, তারও কিন্তু চার-পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়ে গেছে। এমন অভিজ্ঞ টিম তো আর নেই। এমন দলের কাছ থেকে সাকিবের মতো ক্রিকেটার এটা বলতেই পারে যে বছরটা আমাদের হতে যাচ্ছে। আমিও তার সঙ্গে একমত। আমিও মনে করি, এই বছরটা আমাদের জন্য অনেক বড় একটা বছর হতে পারে। যদি আল্লাহ সবাইকে সুস্থ রাখে এবং সবাই ফর্মে থাকে ও ক্লিয়ার মাইন্ডে থাকে।’

বিজ্ঞাপন

সাকিব আল হাসান চলতি আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে অপর দুই ক্রিকেটার লিটন দাস ও মোস্তাফিজুর রহমান আছেন আইপিএলে। ফলে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের অনেকের চোখই আইপিএলে। তবে মাশরাফি এই টুর্নামেন্ট নিয়ে খুব একটা আগ্রহী নয়। বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে গিয়ে পর্যাপ্ত ম্যাচ খেলানো হয় না, সে বিষয়ে আক্ষেপও ঝড়ল সাবেক অধিনায়কের কণ্ঠে।

মাশরাফি বলেন, ‘আইপিএল নিয়ে আমার মাথাব্যথা নেই। আইপিএলে লিটন খেলবে কি না খেলবে, এটা আমার চিন্তার বিষয় নয়। আইপিএল আমার মাথাব্যথা নয়, মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল ভালো খেলবে, আমরা যারা আছি, আপনারা যাঁরা আছেন, সবাই খুশি হব। আইপিএলে লিটন খেলছে, খুবই ভালো যে আমাদের একজন খেলছে। কিন্তু আপনি দেখুন, আমাদের মোস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়েও শুরুতে ম্যাচ খেলায়নি।’

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর অন্য কারণও দেখছেন মাশরাফি, ‘এখানে অনেক বিষয় থাকে, সোশ্যাল মিডিয়ার বিষয় থাকে, আমরাও এক্সাইটেড হয়ে যাই। আমাদের বাংলাদেশ ক্রিকেটের একটা ফ্যানবেজ আছে, যেটা হয়তো তারা ব্যবহার করতে পারে। আইপিএলকে প্রায়োরিটি দেওয়া, আমাদের খেলোয়াড়দের ওই সামর্থ্য আছে। আমাদের খেলোয়াড়দের দলে নিলে যেন ওরা খেলায়। কিন্তু হয় না। এই জন্য এটা নিয়ে আগ্রহ দেখিয়ে লাভ নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন