বিজ্ঞাপন

আহসান কবিরের কবিতা ‘মাপ’

April 14, 2023 | 9:07 pm

আহসান কবির

এক.
তরবারির সবটুকু কী খাপ জানে?
পোশাক কী আর সব মানুষের মাপ জানে?

বিজ্ঞাপন

দুই.
জিডিপির অংক দেখে বুক কাঁপে?
হৃদয় দেখে কেউ কী এখন সুখ মাপে?

তিন.
পরিচয়হীন হলেও মাটির সাড়ে তিনহাত মাপ!
ইহকালকে ভয়ে রাখে পরকালের সাপ…

চার.
মনে রাখার সূত্র কোনো পথের জন্য নয়
পথিক তবু পথের কাছেই জমায় পায়ের ছাপ..
কোন দর্জি নিচ্ছে এখন ভালোবাসার মাপ?

বিজ্ঞাপন

পাঁচ.
দর্জি তোমার মাপ জানলে দুর্নাম কী রটে?
মিছিল করি একলা আমি প্রেমের ধর্মঘটে!

ছয়.
আজ অবধি শেষ জানে না কোথায় শেষের ধাপ
পাঁজর খুলে কেউ দেখে না এই হৃদয়ের মাপ!

২৪ মার্চ ২০২৩, পিরামিড প্রত্যাশা, পান্থপথ

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন