বিজ্ঞাপন

তিন নিষিদ্ধকে নিয়ে ভেবেই চলেছেন লেহম্যান

May 7, 2018 | 2:45 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের কান্ডে জড়িত থাকায় কারণে অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছর এবং ক্যামেরন ব্যানক্রপটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বল টেম্পারিং ইস্যুতে দায়িত্ব ছেড়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেহম্যানও। তবে সাবেক এই কোচ প্রতিদিনই নিয়মিত আশা করে চলেছেন, নিষেধাজ্ঞা উঠিয়ে আবারো এই তিন ক্রিকেটারকে খুব দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। দায়িত্ব নেওয়ার পর অবশ্য নতুন এই কোচ জানিয়েছিলেন, নিষিদ্ধ তিন ক্রিকেটারের জন্য সুযোগ মিলতে পারে।

তিন ক্রিকেটারকেই খুব কাছ থেকে দেখেছেন সাবেক কোচ লেহম্যান। শুক্রবার (৬ মে) অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ওরা তিনজনই খুব ভালো, আমি ওদের অবস্থা অনুভব করছি। ওরা তিনজনই চমৎকার, ওদের তিনজনকে নিয়ে প্রতিদিনই আমি চিন্তা করি।’

বিজ্ঞাপন

প্রায় ছয় সপ্তাহ ধরেই তিন ক্রিকেটারকে নিয়ে ভেবে চলেছেন সাবেক কোচ লেহম্যান। তিনি আশা করছেন এই তিন ক্রিকেটারের দোষ ক্ষমা করে দলে সুযোগ দেবে সিএ, ‘আশা করবো, নিষেধাজ্ঞা পাওয়া তিন খেলোয়াড় দ্রুত ফেরার সুযোগ পাবে। সবাই তাদের ক্ষমা করে দিবে বলে আশা করছি। আমি নিশ্চিত বলতে পারি, ওরা ভাল মানুষ। আমি ওদেরকে ব্যক্তিগতভাবেই ভালবাসি। তাদের সাথে আমার অনেক কথা হয়েছে। ওদের নিয়ে চিন্তা করি বলেই যোগাযোগ রাখছি। তারাও আগের চেয়ে স্বাভাবিক হয়ে উঠছে।’

নিষেধাজ্ঞা উঠিয়ে আবারো সুযোগ দিলে তিনি ক্রিকেটারকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া আবারো আগের জায়গা ফিরে পাবে বলে আশা করছেন সাবেক এই কোচ, ‘আমি বলবো অস্ট্রেলিয়া ক্রিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দল এবং আশা করবো সবাই আবারো এই দলকে আগের জায়গায় ফিরে পাবে। সঠিকভাবে খেলে সবার কাছ থেকে সম্মান ফিরে পাবে দলটি।’

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন