বিজ্ঞাপন

তরুণ প্রতিভার খোঁজে বিসিবি একাডেমি কাপ

May 7, 2018 | 5:07 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

বয়সভিত্তিক বিভিন্ন দল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজ করছে অনেক দিন থেকেই। এরপর তরুণ ক্রিকেটাররা পেশাদারির পথে প্রিমিয়ার বা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে নাম লেখান অনেকেই। তবে ঢাকার বা দেশের বিভিন্ন একাডেমিতে যারা খেলেন, সেইসব ক্রিকেটারদের পেশাদারির মঞ্চে নামার আগে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ খুব একটা হয় না। সেই লক্ষ্যেই বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটি প্রথমবারের মতো ঢাকার ৩২টি একাডেমি নিয়ে শুরু করতে যাচ্ছে বিসিবি একাডেমি কাপ।

সোমবার (৭ মে) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন এক সংবাদ সম্মেলনে জানালেন, এবারের টুর্নামেন্ট হবে পরীক্ষামূলক, ‘এবার পাইলট প্রজেক্ট হিসেবে আয়োজন করবো। ঢাকায় এখনো প্রচুর একাডেমি আছে। তাদের মধ্য থেকে আমরা ৩২টি একাডেমি নিয়ে বিসিবি একাডেমি কাপ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন যে আমাদের মাঠের একটা স্বল্পতা আছে। এছাড়া আমাদের বাজেটে এই টুর্নামেন্টটি ছিল না। আগামীবার থেকে আয়োজনটা আরও ভালো ভাবে হবে আশা করছি।’

কিন্তু একাডেমিগুলোকে নিয়ে এমন উদ্যোগ কেন? খালেদ মাহমুদ ব্যাখ্যা করলেন, ‘একাডেমিগুলোতে অনুশীলন করার সুযোগ থাকলেও ম্যাচ খেলার সুযোগ নেই। এর মাধ্যমে একাডেমির ক্রিকেটাররা একটি টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলতে পারলে ট্যালেন্ট দেখানোর সুযোগ থাকে না। এর মাধ্যমে ছেলেরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবে।’

বিজ্ঞাপন

এই টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটারদের শর্তই হচ্ছে সিসিডিএমের অধীনে কোনো ধরনের ক্লাব ক্রিকেটের জন্য কেউ তালিকাভুক্ত হতে পারবেন না। মাহমুদ আলাদা করে লেগ স্পিনার ও চায়নাম্যানের কথাই বললেন, ‘সংখ্যা বেশি হলে আমাদের সমস্যা নেই। যত বেশি প্রতিভা আসবে ততোই আমাদের লাভ। এখানে আমাদের লক্ষ্যণীয় হচ্ছে তাদের প্রতিভা। আমরা অনেকদিন ধরেই লেগ স্পিনার খুঁজছি। বিশ্বের সবদেশেই ভালো একজন লেগ স্পিনার থাকলেও আমাদের দেশে নেই। আমাদের ভালো চায়নাম্যান বোলার নেই। আমদের ৮-৯টা ভালো ব্যাটসম্যান লাগবে। আমরা তাদের দিকে কিছুটা নজর রাখবো। তাদের যদি কিছুটা সামর্থ্যও থাকে, তাদের আমরা পিক করবো।’

১২ মে মিরপুরে হবে টুর্নামেন্টের ড্র। ২০ মে থেকে শুরু হবে টুর্নামেন্ট, চলবে ৫ জুন পর্যন্ত। ৪০ ওভারের ফরম্যাটে সবগুলো ম্যাচই হবে নকআউট। ১৫ থেকে ১৮ বছর বয়সী যে কোনো ক্রিকেটার খেলতে পারবে এই টুর্নামেন্টে। ভেন্যু অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। বিকেএসপি, সিটি ক্লাব মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠের কথা ভাবা হচ্ছে। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা, রানার্স আপ দল ৫০ হাজার টাকা। তাছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা বোলার, ব্যাটসম্যান ও ম্যান অব দ্য টুর্নামেন্টের জন্য থাকছে আলাদা পুরস্কার।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন