বিজ্ঞাপন

ঈদে মাছরাঙা টিভিতে মানবের ‘কাটাকুটি খেলা’

April 20, 2023 | 1:15 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

ঈদ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক ‘কাটাকুটি খেলা’। গোলাম মুন্তাকিমের গল্পে নাটকটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক মানব মিত্র। আর এতে অভিনয় করেছেন— মনোজ প্রামাণিক, সাফা কবির, ফারুক আহমেদ, মুনসিফ মিম, আতিক, অভিকসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

নাটকটির প্রযোজক মনোজ প্রামাণিক। মনপাচিত্রের ব্যানারে নির্মিত নাটকটি মাছরাঙা টেলিভিশনে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮টায় প্রচারিত হবে। এর চিত্রগ্রহণে ছিলেন সামিউল করিম সুপ্তক।


নাটকের কাহিনীতে সুমন (মনোজ প্রামাণিক) ফুটওভার ব্রিজে চশমা বিক্রি করে। সেই পথ দিয়ে সারিকা (সাফা কবীর) প্রতিদিন যাওয়া-আসা করে, তবে কখনও ওদের কথা হয় না। কিন্তু এক রাতে ঘটে যাওয়া অঘটনে সারিকার সঙ্গে সুমনের প্রথম কথা হয়। প্রথম কথাতেই সুমন নিজের জীবনের পরোয়া না করে সারিকার জন্য বিপদের মুখোমুখি দাঁড়ায়। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

রাজধানীর কাওলা ফুটওভার ব্রিজ, উত্তরার কামারপাড়া এবং আজিমপুরে ‘কাটাকুটি খেলা’ নাটকের শ্যুটিং হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন