বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

May 7, 2018 | 6:58 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ : দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মো. আবদুল হামিদ।

সোমবার (৭ মে) বেলা ১টা ৫৫ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সমাধি বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি সুরা ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল সন্ধ্যায় শপথ নেন। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২১তম রাষ্ট্রপতিকে বঙ্গভবনের দরবার হলে শপথ বাক্য পাঠ করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিজ্ঞাপন

দায়িত্ব গ্রহণের পর ২৬ এপ্রিল টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। কিন্তু অনিবার্য কারণে সেদিনের সফর স্থগিত করা হয়।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন