বিজ্ঞাপন

ঢাকা ঘোষণা নিয়ে পাকিস্তান মিথ্যাচার করছে : বাংলাদেশ

May 7, 2018 | 10:08 pm

।। এম এ কে জিলানী, স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সদ্য সমাপ্ত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে ‘ঢাকা ঘোষণা’ নিয়ে মিথ্যাচার করছে পাকিস্তান। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ওআইসিকে জানাবে বাংলাদেশ।

সোমবার (৭ মে) রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সারাবাংলাকে এই তথ্য জানান।

সদ্য সমাপ্ত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের শেষ দিনে (৬ মে) ৩৯ দফা ঢাকা ঘোষণা করা হয়। ঢাকা ঘোষণা নিয়ে অভিযোগ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৭ মে) একটি বিবৃতি প্রকাশ করে। ওই বিবৃতিতে বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সমাপ্তির কিছুক্ষণ আগে তাদেরকে (পাকিস্তান) ঢাকা ঘোষণার অনুলিপি সরবরাহ করা হয়। এ জন্য ঢাকা ঘোষণার কিছু বিষয়ে পাকিস্তানের আপত্তি রয়েছে।’

বিজ্ঞাপন

পাকিস্তানের বিবৃতিতে আরও বলা হয়, ‘ঢাকা ঘোষণায় বাংলাদেশের নিজস্ব মতামত প্রতিফলিত হয়েছে। এর দায়দায়িত্বও বাংলাদেশের। ঢাকা ঘোষণা চূড়ান্ত করার আগে অংশগ্রহনকারী দেশগুলোর সঙ্গে কোনোরকম আলোচনা করেনি বাংলাদেশ। কোনো পূর্ব ঘোষণা ছাড়া এ ধরনের ঘোষনাপত্র সিএফএম (ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল) এবং ওআইসির অবস্থানের সাথে সাংঘর্ষিক।’

ওই বিবৃতিতে পাকিস্তান দাবি করে, ‘যেহেতু তাদেরকে ঢাকা ঘোষণার কিছু আগে এবং আগে থেকে ঘোষণাপত্র সম্পর্কে জানানো হয়নি, তাই পাকিস্তানের কিছু পর্যবেক্ষণ ঘোষণা পত্রে যোগ করার জন্য ওআইসিকে বলা হলে, ওআইসি তা যোগ করেছে।’

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ‘পাকিস্তানের আবেদনের ফলে ঘোষণা পত্রের ১৮ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে। সংশোধিত অনুচ্ছেদে জুম্মু ও কাশ্মিরের বিষয়টি উল্লেখ আছে।’

বিজ্ঞাপন

এদিকে, পাকিস্তানের এই দাবিকে মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সোমবার রাতে সারাবাংলাকে বলেন, ‘ওআইসির নির্দেশনা ও পরামর্শ অনুযায়ীই ঢাকায় গত ৫ ও ৬ মে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষ হয়েছে। ওআইসির পরামর্শ অনুযায়ী ঢাকা ৩৯ দফা ঢাকা ঘোষণা করা হয়েছে। ঘোষণাপত্র সংশোধন নিয়ে পাকিস্তান মিথ্যাচার করছে। এমন কোনো ঘটনা ঘটেনি।’

মো. শাহরিয়ার আলম সোমবার রাতে সারাবাংলাকে আরও বলেন, ‘বিষয়টি আমরা আনুষ্ঠানিকভাবে ওআইসি সচিবালয়কে জানাব। আর কারও যদি কোনো অভিযোগ থাকে তবে তা প্রথমে কাউন্সিলকে জানাতে হবে। কাউন্সিল বৈঠকে অনুমোদন হলেই ঘোষণা পত্র সংশোধন করা যাবে। কোনো রাষ্ট্র বা সদস্য বা সংস্থা চাইলেই নিজ থেকে ঘোষণাপত্র সংশোধন করার ক্ষমতা রাখে না।’

সারাবাংলা/জেআইএল/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন