বিজ্ঞাপন

মিয়ানমারকে চাপ দিতে হবে, কূটনীতিকদের প্রধানমন্ত্রী

December 17, 2017 | 9:50 pm

ঢাকা: বাংলাদেশ আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের উপর আরো চাপ অব্যহত থাকা প্রয়োজন বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বাংলাদেশের দায়িত্বে থাকা দিল্লীতে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের একটি প্রতিনিধি দল সন্ধ্যায় গণভবনে দেখা করতে গেলে তাদের উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

কূটনীতিকদের প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা হয়েছে। সেখানে আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে দেশটি।

এখন তার বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ প্রয়োজন বলেই মনে করেন তিনি।

বিজ্ঞাপন

সমঝোতা অনুযায়ী যৌথ ওর্য়াকিং গ্রুপ তৈরী করার কাজ চলছে বলেও কূটনীতিকদের জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ফিরিয়ে নেয়ার পর রোহিঙ্গাদের পুরো নিরাপত্তা দেয়াও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা নিশ্চিত করেই ফেরত পাঠাতে হবে এই অসহায় মানুষগুলোকে।

কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নের জন্যও কূটনীতিকদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

বিজ্ঞাপন

গ্রিস, বসনিয়া-হার্জোগোভিনা, কেনিয়া, মরিসাস, নিউজিল্যান্ডসহ ১৫টি দেশের কূটনৈতিক প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকা আসেন তারা।

প্রতিনিধিরা এ সময় বিপুল সংখ্যক মানুষকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীর প্রসংশা করেন।

উত্তরে প্রধানমন্ত্রী বলেন, মানবতার দিকে তাকিয়েই বাংলাদেশ তাদের সাময়িক আশ্রয় দিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন