বিজ্ঞাপন

চলন্ত মেট্রোরেলে ঢিল— খোঁজা হচ্ছে দুর্বৃত্তদের

May 2, 2023 | 11:25 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনা ঘটে একটি কোচের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার পূর্বপাশের একটি ভবন থেকে ঢিল ছোড়া হয়েছে বলে অভিযোগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষের। ইতোমধ্যেই ডিএমপির কাফরুল থানায় অভিযোগ দেওয়া হয়েছে ডিএমটিসিএলের পক্ষ থেকে। দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে দ্রুতই।

বিজ্ঞাপন

গতকাল সোমবার (১ মে) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সম্প্রতি একটি চক্র তৈরি হয়েছে, যারা মেট্রোরেলে ঢিল ছোড়ে। এমন ঘটনা প্রায়ই ঘটছে। আমরা দুষ্কৃতকারীদের খুঁজছি। তাদের আমরা এমন শাস্তি দেব যেন ভবিষ্যতে এমন কাজ কেউ না করে। দোষীদের শনাক্ত করতে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। রাস্তার পূর্বপাশের কোনো এক ভবন থেকে ঢিলটি ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।’

এর আগে, রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোরেলের একটি কোচ আগারগাঁও থেকে উত্তরা যাওয়ার পথে শেওড়াপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের ছোড়া ঢিল কোচটির জানালায় আঘাত হানে। এ ঘটনায় মেট্রোরেলের কোনো যাত্রী আহত না হলেও, কোচটির পূর্বপাশের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

এই ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। তবে এখনও কাউকে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘শেওড়াপাড়া ও কাজীপাড়ার বর্ডার এলাকায় একটি ঢিল মেট্রোরেলের জানালায় পড়ে। রাস্তার পূর্বপাশের কোনো এক বহুতল ভবন থেকে ঢিলটি ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পুলিশের একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ঢিলটি কোন ভবন থেকে এসেছে, আগে সেটি শনাক্ত করা হবে। তারপর অপরাধীদের খুঁজে বের করা হবে। এ ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছে। দোষীদের শনাক্ত করতে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’

ওসি হাফিজুর বলেন, ‘মেট্রোরেল সবার কাছে একটি আবেগের জিনিস এবং মেট্রোরেলের নিরাপত্তা সবার আগে। অপরাধীদের খুঁজে বের করা হবে দ্রুতই।’

প্রসঙ্গত, মেট্রোরেলের নিরাপত্তায় ২৩১ সদস্য নিয়ে এমআরটি পুলিশ গঠনে গত ১১ এপ্রিল সচিব কমিটি অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন