বিজ্ঞাপন

‘দেশের গণমাধ্যমের স্বাধীনতা বহু উন্নয়নশীল দেশের চেয়ে ভালো’

May 3, 2023 | 3:45 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের গণমাধ্যমের স্বাধীনতা বহু উন্নয়নশীল দেশের চেয়ে ভালো উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দেশের গণমাধ্যমের স্বাধীনতা বহু উন্নয়নশীল দেশের চেয়ে বেশি। পাশের দেশ ভারতে বিবিসির অফিসে তিন দিন ধরে তল্লাশি হয়েছে। আমাদের দেশের কোন মিডিয়াতে তল্লাশি হয়েছে? পাশের দেশগুলোর সঙ্গে তুলনা করলেই বোঝা যায় আমাদের দেশের গণমাধ্যমের স্বাধীনতা অনেক দেশের চেয়ে ভালো। তবে আরও ভালো হওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

বুধবার (৩ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার সংরক্ষণ ও গণতন্ত্র সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাব এই আলোচনার আয়োজন করে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।

সমালোচনায় থাকা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘ডিজিটাইল আইন সবাইকে প্রটেকশন দেওয়ার জন্যে। সর্বস্তরের সব মানুষকে প্রটেশন দেওয়ার জন্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এর অপপ্রয়োগ বন্ধ হওয়া উচিত। তবে সব দেশেই এমন আইনের সিমিলার আইন আছে। কোন সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা করতে হলে অনুমতি নিতে হবে ব্যক্তিগতভাবে আমি এটার বিরুদ্ধে। কোন আইন থেকে কোন একটি গোষ্টীকে বাদ দেওয়া সমীচীন নয়। আবার কোন একটি আইনের মাধ্যমে একটি গোষ্ঠীকে চাপে রাখার পক্ষেও আমি নই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতা যোগ করতে হয়। স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতা না থাকলে দেশ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। প্রেস কাউন্সিল শুধুমাত্র তিরষ্কার করতে পারে। তাদের ১০ টাকাও জরিমানা করার ক্ষমতা নেই। সাংবাদিক নেতারা প্রেস কাউন্সিলকে আর একটু শক্তিশালী করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেটি মন্ত্রীসভায় নিয়ে গেলে সাংবাদিকরাই সমালোচনা করেছে। ১০ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব তারাই দিয়েছিলো, আমরা ৫ লাখ টাকা করেছিলাম। সেই আইন এখনো ঝুলে আছে। আমি মনে করি প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা প্রয়োজন।’

গণমাধ্যমের স্বাধীনতায় মিডিয়া মালিকদের হস্তক্ষেপ রয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে পূঁজির দৌরাত্ম্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কাজ করার ক্ষেত্রে এটি একটি বাঁধা। কোনো মিডিয়া হাউজে ওই মালিকের স্বার্থ বিরোধী কোনো নিউজ প্রকাশ হয় না। ভুলবশত সেটি হলে সাংবাদিকের চাকরি চলে যায়। কাজ করার ক্ষেত্রে এই যে খড়ক, মালিক পক্ষের পক্ষ থেকে সেটি নিয়ে তো কথা হয় না। মিডিয়ার স্বাধীনতায় এটিও একটি অন্তরায়।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি বিস্তৃত হয়েছে। পৃথিবীর অন্য দেশে এবং আশেপাশের দেশে গণমাধ্যমের বিস্তৃতি এভাবে ঘটেনি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন