বিজ্ঞাপন

গাজীপুর ‍সিটি নির্বাচন: আপিল করবে ইসি

May 8, 2018 | 12:46 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রাজধানীর শেরেবাংলা নগরে মঙ্গলবার (৮মে) নির্বাচন কমিশনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এ জন্য একজন আইন পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। কীভাবে আইনি লড়াই করা যায় নিয়ে বিকালে জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে আলোচনা করা হবে।’

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সচিব বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের সব ক্লিয়ারেন্স পেয়েই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তারপরও স্থগিত হয়ে যাওয়াটা দুঃখজনক।’

ভোটের তারিখের মাত্র ৯ দিন আগে সীমানা জটিলতা নিয়ে এক রিট আবেদনে রোববার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ ৫ মে এ আদেশ দেন।

সারাবাংলা/জিএস/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন