বিজ্ঞাপন

মানহানির মামলায় শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

May 9, 2023 | 2:14 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রযোজক রহমত উল্লাহর দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় চিত্রনায়ক শাকিব খানকে জবাব দাখিল করতে সমন জারি করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক আগামী ১৫ মে জবাব দাখিলের জন্য সমন জারি করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ মে) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাদীপক্ষ কোর্ট ফি দাখিল করায় সোমবার (৮ মে) বিচারক জবাব দাখিলের জন্য সমন জারি করেন।

রহমতুল্লাহর আইনজীবী মোহাম্মদ তবারক হোসেন বলেন, এর আগে আমরা মামলার আবেদন করেছি। আদালত আমাদের কোর্ট ফি দাখিল করতে বলেছিল। আমরা তা দাখিল করেছি। এরপর আদালত শাকিব খানের বিরুদ্ধে সমন জারি করেছে।

গত ৩০ এপ্রিল আদালতে এ মামলাটি করেন রহমত উল্লাহ।আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগ এনে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেন প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।

গত ২৩ মার্চ চাঁদাদাবি, হত্যার হুমকির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেন নায়ক শাকিব খান। এরপর ২৭ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন শাকিব খান। মামলার অভিযোগের বিষয়টি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন