বিজ্ঞাপন

নখ কামড়ানো উত্তেজনা শেষে পাহাড় ডিঙিয়ে জিতল বাংলাদেশ

May 13, 2023 | 2:01 am

স্পোর্টস করেসপন্ডেন্ট

শেষ ৩৩ বলে ৩৪ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। ক্রিজে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার মুশফিকুর রহিম ও সপ্তম ব্যাটার মেহেদি হাসান মিরাজ পুরোপুরি সেট। মনে হচ্ছিল, আয়ারল্যান্ডের পাহাড়সম টার্গেট পেরিয়ে সহজেই জিততে যাচ্ছে বাংলাদেশ। তামিম ইকবালের দল শেষ পর্যন্ত জিতেছেও। তবে শেষ দিকে পরতে পরতে বদলেছে ম্যাচের রং। বৃষ্টি বিঘ্নিত দোদুল্যমান ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৫ ওভারে। আগে ব্যাটিং করে এই ৪৫ ওভারেই ৩১৯ রানের বিশাল সংগ্রহ গড়েছিল আয়ারল্যান্ড। পরে ৩ বল বাকি থাকতে ৩ উইকেটের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তিনশর বেশি রান তাড়া করে বাংলাদেশের এটা পঞ্চম জয়। সফরকারীদের পক্ষে তরুণ নাজমুল হোসেন শান্ত ১১৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। অপর তরুণ তৌহিদ হৃদয় ৫৮ বলে করেছেন ৬৮ রান।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা হচ্ছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। শুক্রবার (১২ মে) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে বিশাল সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। বিশাল সংগ্রহের জবাব দিতে নেমে পরে বাংলাদেশের শুরুটা হয়েছে যাচ্ছে-তা। তামিম ইকবাল ফিরেছেন ৭ রান করে। অপর ওপেনার লিটন দাস ফিরেছেন ব্যক্তিগত ২১ রানে।

বিজ্ঞাপন

এরপর নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসান তৃতীয় উইকেটে ৬১ রানের দারুণ একটা জুটি গড়ে প্রাথমিক ধাক্কা কাটিয়েছেন। দারুণ খেলতে থাকা সাকিব আল হাসান দলীয় ১০১ রানের মাথায় ২৭ বলে ২৬ রান করে ফিরেছেন। ম্যাচে টিকে থাকতে হলে এরপর শক্ত একটা জুটি গড়তেই হতো।

তরুণ তৌহিদ হৃদয়কে নিয়ে সেই দাবিটাই মিটিয়েছেন শান্ত। চতর্থ উইকেট জুটিতে তাক লাগানো ব্যাটিং করেছেন দুজনই। দুজন যখন খেলছিলেন মনে হচ্ছিল যে কোনো লক্ষই পেরুতে পারে বাংলাদেশ! দুর্দান্ত খেলতে থাকা হৃদয় ৫৮ বলে ৬৮ রান করে ফিরলে দুজনের ১৩১ রানের জুটি ভেঙেছে। হৃদয়ের ইনিংসে চার ৫টি, ছক্কা ৩টি।

হৃদয় ফেরার আগেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। দলীয় ২৫৭ রানের মাথায় ১১৭ রানের ঝলমলে এক ইনিংস খেলে ফেরেন শান্ত। তার ৯৩ বলের ইনিংসটিতে চার মেরেছেন ১২টি, ছক্কা ৩টি। শান্ত ফেরার পর মেহেদি হাসান মিরাজ ক্রিজে নেমে দ্রুত ১২ বলে ১৯ রান তুলে জয়ের সমীকরণটা সহজ করেছিলেন। তবে মিরাজ-তাইজুল ইসলাম পরপর আউট হওয়াতে এবং মুশফিকুর রহিম রান তোলার বাড়তি ঝুঁকি না নেওয়াতে কঠিন পরিস্থিতি তৈরি হয়। তবে কঠিন পরিস্থিতি কাটিয়ে শেষ পর্যন্ত জিতেছে বাংলাদেই।

বিজ্ঞাপন

৪৪.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য ৩২০ রান তুলে ফেলেছে বাংলাদেশ। তখন ২৮ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।

এর আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে বোলিং পেয়ে শুরুতে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশি পেসাররা। বিশেষ করে তরুণ হাসান মাহমুদ। বাংলাদেশকে প্রথমে ওভারেই উইকেট এনে দিয়েছেন হাসান। প্রথম ওভারে দুই দিকেই সুইং আদায় করে নিয়ে আয়ারল্যান্ডের দুই ওপেনারের নাভিশ্বাস তুলেছিলেন হাসান।

হাসানের করা ওভারের পঞ্চম বলটি হুট করেই অনেকটা ভেতরে ডুকে পরে। পল স্টার্লিংয়ের ব্যাটের কানা ছুয়ে বল চলে যায় উইকেটের পেছনে। মুশফিকুর রহিম লাফিয়ে বল গ্লাফসে জমালে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

খানিক বাদে আবারও উইকেট আদায় করেন দুর্দান্ত বোলিং করতে থাকা হাসান। হাসানের বাড়তি বাউন্স বলে পয়েন্ট অঞ্চল দিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন স্টিফেন ডোহেনি। সরাসরি ক্যাচ চলে যায় মেহেদি হাসান মিরাজের হাতে। ১৬ রানের মাথায় দুই উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর থেকেই আইরিশদের প্রতিরোধ।

তৃতীয় উইকেটে অধিনায়ক আন্দ্রে বালবারনির সঙ্গে ৯৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে তোলেন টেক্টর। ৫৭ বলে ৪২ রান করে ফেরেন বালবারনি। এরপর একপ্রান্ত থেকে নিয়মিতই উইকেট তুলে নিচ্ছিল বাংলাদেশ। তবে অপরপ্রান্তে টেক্টর ছিলেন অবিচল।

তাইজুল ইসলামকে এক ওভারে তিন ছক্কা হাঁকানো টেক্টর উইকেটে সেট হওয়ার পর থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ফিফটির পর রীতিমতো তুলোধুনো করেছেন বাংলাদেশি বোলারদের। সাত নম্বরে নেমে টেক্টরের সঙ্গে যোগ দেন জর্জ ডকরেল।

দলীয় ২৮২ রানের মাথায় ১১৩ বলে ১৪০ রান করে ফিরেছেন টেক্টর। ইনিংসে চার মেরেছেন ৭টি, ছক্কা ১০টি। ডকরেল অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ৪৭ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলতে ডকরেল চার মেরেছেন ৩টি, ছক্কা ৪টি।

বাংলাদেশের হয়ে ৪৮ রানে দুই উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। অপর পেসার শরিফুল ইসলামও দুই উইকেট পেলেও ৯ ওভারে খরচ করেছেন ৮৩ রান।

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন