বিজ্ঞাপন

সেপ্টেম্বরের মধ্যেই ঢাকা-কক্সবাজার ট্রেন চলবে: রেলমন্ত্রী

May 16, 2023 | 4:46 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, এ বছরের সেপ্টেম্বরের মধ্যেই ঢাকার সঙ্গে রেল যোগাযোগে যুক্ত হবে কক্সবাজার। এ পর্যন্ত প্রকল্পের ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে। দ্রুত সময়ের বাকি কাজগুলো শেষ করা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ মে) কক্সবাজারের ঝিলংজায় দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনের সময় এ কথা বলেন রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেল প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। আর এটি চালু হলে দেশের পর্যটন খাতে ব্যাপক উন্নয়নসহ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে কক্সবাজার পর্যন্ত আমাদের ট্রেন চলাচলের জন্য উপযুক্ত করতে পারবো।’

বিজ্ঞাপন

এ সময় প্রকল্প পরিচালক মুফিজুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন