বিজ্ঞাপন

‘নির্বাচনকালীন সরকার আমাদের কাছে কোনো ব্যাপারই না’

May 16, 2023 | 7:25 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাখান করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার আমাদের কাছে কোনো ব্যাপারই না।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে, জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচি প্রণয়নে দল ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতাদের নিয়ে যৌথসভা হয়।

‘নির্বাচনকালীন সরকার হলেও বিএনপির সুযোগ নেই’— প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরকম বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা যে যুদ্ধ করছি-সংগ্রাম-লড়াই করছি, সেই লড়াইটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক একটি সংসদ তৈরি করার জন্য। এই সরকার ক্ষমতায় থাকলে এটা হবে না। আমরা বারবার করে সেটা বলেছি। আমরা বলছি যে, একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’

‘এরা নির্বাচনকালীন সরকার গঠন করবে কী করবে না- দ্যাট ইজ ইমমেটারিয়াল। সেটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। আমরা একটা নিরপেক্ষ সরকার চাই। সেই নিরপেক্ষ সরকার অবশ্যই নির্দলীয়ভাবে চাই, সেখানে কোনো দলীয় ব্যাক্তিদের আমরা চাই না’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

নির্বাচনকালীন যে সরকারের কথা প্রধানমন্ত্রী বলেছেন তাতে সংসদে প্রতিনিধিশীল দলগুলোর সুযোগ আছে, বিএনপির প্রতিনিধি নেই, সুযোগও নেই প্রধানমন্ত্রীর এরকম বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের সংসদ থেকে পদত্যাগ করে বেরিয়ে আসাটা ভুল ছিল কিনা?— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘কখনই না। এটা (সংসদ থেকে পদত্যাগ করে বেরিয়ে আসা) অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। কারণ, এই সংসদ জাতির আশা পূরণে ব্যর্থ হয়েছে তো বটেই, এই সংসদে তো জাতির প্রতিনিধিত্বিই ছিল না। বিকজ দে আর নট ইলেক্টেড।’

এর আগে, গতকাল সোমবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা এইটুকু উদারতা দেখাতে পারি, পার্লামেন্টে সংসদ সদস্য যারা আছে, তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা পোষণ করে নির্বাচনকালীন সময় তারা সরকারে আসতে চায়, সেটা আমাদের মধ্যে আছে। এমনকি ২০১৪ সালে খালেদা জিয়াকেও আমরা আহ্বান করেছিলাম, তারা তো আসেনি। এখন তো তারা নাইও পার্লামেন্টে, কাজেই ওটা নিয়ে চিন্তারও কিছু নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন