বিজ্ঞাপন

গাজীপুর সিটি নির্বাচন: আপিল শুনানি বৃহস্পতিবার 

May 9, 2018 | 9:30 am

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে দুই মেয়র প্রার্থীর আবেদনের আপিল শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (১০ মে) দিন ঠিক করেছেন আপিল বিভাগ।

বুধবার (৯ মে) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ নতুন করে এ দিন ঠিক করেন ।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের আইনজীবী ওবায়দুর রহমান মুস্তফা সারাবাংলা জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একটি আপিল করা হবে। আপিল করার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আজই এটি দাখিল করা হবে। আদালত যাতে তিনটি আবেদনের ওপর একইসঙ্গে শুনানি করেন, সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই মেয়রের আবেদনের শুনানির দিন পেছানোর জন্য আবেদন করা হয়।

সারাবাংলা/এজেডকে/আইএ/টিএম

আরও পড়ুন

বিজ্ঞাপন

গাজীপুর সিটি নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার
গাজীপুর সিটি নির্বাচন: আদেশের কপি দেখে আপিলের সিদ্ধান্ত
আমি গাজীপুরের ভোট স্থগিত চাইনি: রিটের বাদী
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গাজীপুরের বিএনপি প্রার্থীর আবেদন
গাজীপুরে সব নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা ইসির
গাজীপুর সিটি নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন