বিজ্ঞাপন

ভারতের রাকেশ বাংলাদেশে ‘হোসেন সেজে’ গাঁজার ব্যবসায়

May 23, 2023 | 4:07 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়ায় দু’টি পিকআপে তল্লাশি চালিয়ে র‌্যাব ৭২ কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেফতার করেছে। র‌্যাব জানিয়েছে, গ্রেফতার সাতজনের মধ্যে রাকেশ শীল নামে ভারতীয় বংশোদ্ভূত এক যুবক আছেন। বাংলাদেশে এসে ‘হোসেন’ নামে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বানিয়ে রাকেশ সীমান্তের মাদক কারবারিদের কাছ থেকে গাঁজা এনে বিভিন্নস্থানে সরবরাহ করতো।

বিজ্ঞাপন

সোমবার (২২ মে) সন্ধ্যায় লোহাগাড়ার পাকা রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার সাতজন হল— রাকেশ শীল প্রকাশ ওরফে হোসেন (৩৫), আলী হোসেন (২৭), আমান উল্লাহ (২৬), মো. ইদ্রিস (৩৮), আব্দুর জব্বার (৩৮), নুরুল কাদের ভুট্টো (২৫) এবং মনির উদ্দিন (৩৫)।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান সারাবাংলাকে জানান, গাঁজার চালানটি মূলত রাকেশ শীলের। মাত্র দশ বছর বয়সে ১৯৯৭ সালে সে ভারত থেকে বাংলাদেশে আসে। প্রথমে নোয়াখালী এবং পরবর্তীতে চট্টগ্রাম নগরীর বন্দরটিলায় সেলুনে কাজ করতো।

বিজ্ঞাপন

২০১৩ সালের দিকে রাকেশ বন্দরটিলা এলাকায় গাড়ির হেলপারের কাজ নেয়। এরপর লোহাগাড়ার চুনতি এলাকার এক মেয়েকে বিয়ে করে। সেই ঠিকানা ব্যবহার করে মো. হোসেন নামে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে।

মেজর মেহেদী বলেন, ‘রাকেশ মূলত মাদক বিক্রেতাদের কাছে হোসেন নামে পরিচিত। সে হিন্দু মেয়েকে বিয়ে করেছে। ধর্ম পরিবর্তন করেনি। ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় ফেনী-কুমিল্লার সীমান্ত এলাকার মাদক বিক্রেতাদের সঙ্গে তার ভালো যোগাযোগ আছে। সেই যোগাযোগ এবং গাড়ির হেলপারের চাকরিকে কাজে লাগিয়ে সে সীমান্ত এলাকা থেকে গাঁজা-ফেনসিডিল এনে চট্টগ্রাম-কক্সবাজারে সরবরাহ করতো। কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতো।’

চট্টগ্রামের সীতাকুণ্ডের অপরাধপ্রবণ জঙ্গল সলিমপুর এলাকায় রাকেশ পরিবার নিয়ে বসবাস করে জানিয়ে র‌্যাব কর্মকর্তা মেহেদী আরও বলেন, ‘জঙ্গল সলিমপুরে তার মাদকের আখড়া আছে। চান্দগাঁওয়ের মোহরা এলাকায়ও একাধিক মাদকের আখড়া আছে। এর আগে জঙ্গল সলিমপুরে তিনবার অভিযান চালিয়েও রাকেশকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কারণ হোসেন নামে মাদক ব্যবসায়ীরা ছাড়া আর কেউ তাকে চিনতো না। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও ফেনী জেলায় তিনটি মাদক আইনের মামলা আছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন